যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে
It is like a finger pointing a way to the moon. Don't concentrate on the finger or you will miss all that heavenly glory.
এই মুহুর্তে পড়ছি এই বইটি। Striking Thoughts : Bruce Lee's Wisdom for Daily Living। ব্রুস লীকে আমরা মুলত চিনি একজন মার্শাল আর্টিস্ট, সিনেমার হিরো হিসেবে; কিন্তু অনেকের কাছেই তার যে পরিচয়টি অজানা তা হলো তিনি ছিলেন চমৎকার একজন ফিলোসফির ছাত্র এবং শিক্ষক, যিনি ফিলোসফিকে কেবল একাডেমিক বিষয় নয়, বরং জীবনের অংশ হিসেবে এবং নিজেকে আবিস্কার করার টুল হিসেবেই ব্যবহার করেছেন।
মার্শাল আর্ট খুব নিবিড়ভাবে ফিলোসফির সাথে সংশ্লিষ্ট। ব্রুস লী নিজেকে কোন বিশেষ মতাদর্শের সাথে আটকে রাখতে অস্বীকার করতেন।
তিনি পূর্ব এবং পশ্চিমের উভয় দিকের দর্শন থেকেই শিখেছেন। এমনকি তিনি তার সরাসরি ছাত্রদেরকেও চ্যালেঞ্জ করতেন আগে যা শিখে আসা হয়েছে তা ভুলে যেতে এবং ক্রিটিক্যাল থিংকিং করতে।
ব্রুস লীর দর্শন সারাংশ করলে ওর নিজের ভাষাতেই সম্ভবত এরকম হবে:
Independent Inquiry is needed in your search for truth, not dependence on anyone else's view or a mere book.
ওর বিখ্যাত সিনেমা, এন্টার দি ড্রাগন থেকে: It is like a finger pointing a way to the moon. Don't concentrate on the finger or you will miss all that heavenly glory.
সত্য অনুসন্ধানে প্রিকনসিভড নোশন বা মাথার ভিতরে নিজের ধারনাকে বয়ে বেড়ানো একটা বড় বাধা। এ প্রসঙ্গে ব্রুস লী একটি জেন বুদ্ধিজমের গল্প ব্যবহার করতেন।
গল্পটি এরকম: একজন খুব পড়ালেখা জানা লোক একজন জেন বুদ্ধিস্ট শিক্ষকের কাছে গিয়েছেন।
জেন শিক্ষক তার সাথে কথা বলার সময়ে প্রতিবার সেই পড়ুয়া বারবার নিজের বিভিন্ন মতামত চাপিয়ে দিচ্ছিলো আলাপের ভিতরে।
একসময় জেন শিক্ষক তার কথা থামিয়ে দিলেন এবং ঐ লোককে চা পরিবেশন শুরু করেন। তিনি পড়ুয়ার চায়ের কাপে চা ঢালছেন তো ঢালছেন। একসময় কাপ উপচে পড়তে শুরু করলো।
থামুন, চেচিয়ে ওঠে পড়ুয়া।
কাপ তো ভরে গেছে, আর ঢাললে লাভ হবে না।
মৃদু হেসে শান্ত গলায় জেন শিক্ষক বললেন, এই পাত্রের মতোই তোমার নিজস্ব ধারনার অবস্থা। তুমি যদি নিজের পাত্র প্রথমে খালি না করো তবে কিভাবে আমার চায়ের স্বাদ গ্রহন করবে।
এই গল্পের ভিতরে গৌতম বুদ্ধের Emptiness এর দর্শনও লুকিয়ে আছে। নিজের মন, চিন্তা ও ভাবনাকে বাহ্যিক যাবতীয় প্রভাব থেকে মুক্ত করা তাই সত্য অনুসন্ধানের অন্যতম প্রথম পদক্ষেপ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।