সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......
অনেক দিন ধরেই ভাবছিলাম একটা মোবাইল সেট কিনবো.... বাট টাকা হলে সময় হয়না আর সময় হলে টাকা হয়না... ক্যাম্পাস জীবনের মতো বন্ধু বান্ধবীরাও নেই যে হাত পাতলেই কিছু পাওয়া যাবে .... তা এখন আবার সাইফুর রহমানের কল্যানে লোকজনের পকেটের টাকা তো কাচাবাজারেই চলে যায়।
যাই হোক শেষ পর্যন্ত ম্যানেজ হলো। পরিমান মাত্র চার হাজার সামথিং। এ নিয়েই নগরীর অন্যতম বিতর্কিত মার্কেট মোতালেব প্লাজায় গেলাম। অনেকটা বিশ্বজয়ের মতো মোবাইল কিনে রিকশায় এ্যালিফেন্ট রোডে বাটা সিগন্যাালের কাছে রাসেলের ছাপাকলে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।