যুক্তরাজ্য সফর শেষে নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব গতকাল দেশে ফিরেছেন। যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে ব্রিটানিয়া রয়েল নেভি কলেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত 'ফিউচার মেরিটাইম অপারেশন্স কনফারেন্স, ২০১৩'-এ যোগ দিতে তিনি ৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি 'ইন্টারন্যাশনাল শিপিং উইক', 'ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ইকুইপমেন্ট ইন্টারন্যাশনাল এক্সিবিশন' এবং 'মেরিটাইম পাওয়ার কনফারেন্স'-এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে যুক্তরাজ্য নৌবাহিনীর ফার্স্ট সি লর্ড, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল স্যার জর্জ জাম্বেলাসসহ বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধান এবং অন্যান্য উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।