শূন্য গাড়ী নিয়ে দুজন মা আসছিলেন জেলে যাবার আগে ছেলের মুখটি দেখতে। নিখোঁজ ছেলেদের খোঁজ তারা পান পরদিন যখন তারা বাড়ী থেকে ৫০/৬০ কিলোমিটার দূরে থানায় বন্দী।
যাই হোক আজ তাদের রিমান্ড শেষে কোর্টে তুলবে। তাই দুজন মা আসছিলেন মাইক্রোতে করে। মাইক্রোটি একজন মায়ের ব্যক্তিগত।
টঙ্গিতে পুলিশ মাইক্রোটি আটক করে তাদের নামিয়ে আগামী কাল হরতাল উপলক্ষে রিকুজিশন নিতে চায়। তাদের কোন আকুতি মানেনি। পরিশেষে ২০০/= দিতেই গাড়ী ছেড়ে দিল।
কিন্তু না... দুজন মায়ের কেউই ছেলের মুখটি দেখতে পায় নি। কারণ ছুটির দিনেও কোর্টটি ছিল ব্যস্ত।
কাল হরতাল, তাই বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হওয়ারা কোর্টের জায়গা দখল করে নিয়েছে। তাই কাইকে আর কোর্টে তোলা হয় নি। সন্ধায় ছেলেরা জেলে গেছে। তারা জানতেও পারেনি, তাদের মায়েরা এসেছিল, কেঁদেছিল। শুধু আমি রইলাম এই ঘটনার নিরব স্বাক্ষী হয়ে।
কারণ, তাদের একজন আমার ভাই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।