আমার চিন্তা, আমার চেতনা, আমার অভিজ্ঞতা
গতকাল বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডেতাদের একটি সংবাদ বিজ্ঞপ্তি পাবলিসিটির জন্য বিভিন্ন গনমাধ্যম প্রেরণ করে। যেখানে বলা হয়েছে তাদের ল্যান্ডফোন সংযোগ ফি কমানো হয়েছে । এতে বলা হয়, টেলিযোগাযোগ সার্ভিস গ্রহণের সুবিধা আরো সহজতর করার লক্ষ্যে সরকারের সিদ্ধান্তক্রমে ঢাকা ও চট্টগ্রাম মাল্টি এক্সচেঞ্জ এলাকার টেলিফোন সংযোগ ফি 10 হাজার টাকা থেকে কমিয়ে 6 হাজার এবং অন্যান্য বিভাগীয় ও জেলা পর্যায়ের সংযোগ ফি 8 হাজার থেকে কমিয়ে 4 হাজার এবং উপজেলা ও গ্রোথ সেন্টার পর্যায়ে টেলিফোন সংযোগ ফি 5 হাজার থেকে কমিয়ে আড়াই হাজার টাকায় নির্ধারণ করা হয়েছে। তবে নতুন সংযোগের সঙ্গে টেলিফোন সেট নিতে হলে অতিরিক্ত 1 হাজার 900 টাকা চার্জ দিতে হবে। নতুন এ মূল্য আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ইতোমধ্যে যাদের অনুকূলে পূর্ববর্তী হারে ডিমান্ড নোট জারি করা হয়েছে কিন্তু এখনো সংযোগ দেয়া হয়নি তাদের ক্ষেত্রে এ নতুন টেলিফোন সংযোগ ফি প্রযোজ্য হবে না(খাইয়ালামু)।
এখন কথা হল বেসরকারি মোবাইল ফোনের জনপ্রিয়তার কাছে জনগন কি উল্লেখযোগ্যভাবে এই আমলাতান্ত্রিক সংস্থার (জনগনই যার মালিক ) প্রতি সাড়া দিবে? মনে হয় দিবে না। এর কারন অবশ্য কমবেশি সবারই জানা। এর মধ্যে কয়েকটিঃ
* উল্লেখিত সংযোগ ফির সাথে ঘুষ দিতেই হবে
* মাসিক লাইন রেন্ট মাফ নাই(আম্মাআআ)
* লাইনম্যানদের তথাকথিত মাসিক বা একটু বেশি সময় পর পর টিপস দিতে হবে কানেকশনে সমস্যা দেখা দিলে (গ্রাহককে লাইনম্যানদের বখশিশ সমস্যা থেকে মুক্তি দিতে সরকার সাশ্রয়ী ওয়্যারলেস সংযাগ চালু করতে পারে। )
* সংযোগ পেতে দিনের পর দিন অফিসে অফিসে টেবিলে টেবিলে দৌড়াদৌড়ি করতে হবে(আম্মাআআ)
আরো আছে বিলিং সমস্যা।
লাইন ধরে বিল জমা দিতে হবে। কখনো বিল সময় মত হাতে নাও পেতে পারে গ্রাহক। এছাড়া বিটিটিবির নতুন কলরেট এর প্রতি জনসাধারন একেবারে নাখোশ।
বিটিটিবির মোবাইলে মিনিট প্রতি আউট গোয়িং কল রেট ধার্যকরা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া কিছুই না। আর সাড়া দেশে বিভিন্ন জোনে ভাগ করে উচ্চহারে কলরেট ধার্য করে মোবাইল কোম্পানীগুলোর সাথে প্রতিযোগিতায় পেরে উঠতে পারছে না বিটিটিবি।
আবার সহসাই সকল মোবাইল ফোনে টিএন্ডটি ইনকামিং (ফ্রি) এবং আউট গোয়িং সুবিধা যুক্ত হচ্ছে। তাই সংযোগ ফি কমালেও কাজের কাজ হচ্ছে না। দিনের পর দিন তাদের রেভিনিউ কমেই যাচ্ছে। রসিকরা তাই বলতেই পারে, "ল্যান্ডফোন ব্যবসায় মাইনক্যা চিপায় বিটিটিবি"।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।