আমাদের কথা খুঁজে নিন

   

@ সূর্যগুলোর আলোক-পথ

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

সূর্যটা একদিন খসে পড়েছিল আমাদের সরণ দ্বীপে মহা প্রভূর রোষানলে প্রজ্জ্বলিত দিনগুলো কাটালেন হেঁটে প্রান্তরে-বনে, একাকী নিঝুম পৃথিবীতে; প্রথম পুরুষ মানবের শেখালেন প্রিয় পরম প্রভূ- ক্ষমার বাণী; দুর্বল মানুষেরে সেই থেকে শুরু হয় সূর্য আর কালো মেঘের লুকোচুরি পাপ-পূণ্যের মাঝখানে হেঁটে চলি আমরাও; মানদণ্ডের বিচারে। সূর্যগুলো হেসে উঠেছিল সময়ের প্রতিটি প্রহরে যেখানে- ঢেকেছিল মেঘেদের অাঁধার, ঝলসে উঠেছিল মূর্তির দু'চোখ থেকে ভ্রষ্টতার ভেলকি-আলো, পিয়াসী চলেছিল বিজলীর অসহায় মোহে শঙ্কিত মন পথে পথে বনে খুঁজিছে ইশ্বর অগি্নতে, মহাকাশে, সৃষ্টিতে লাত, মানাত আর উজ্জার শরীরে মেদ জমেছিল রক্তের প্রলেপে- উটের রশি নিয়ে শতাব্দী ব্যাপী লড়াই, জীবন্ত শিশু-কন্যার চিৎকারে সভ্যতার ভিতে জাগে ভূ-কম্পন, কালো মেঘে ঢেকে যায় আকাশটা যেখানে- দুপুরের পূর্ণ হাসিতে তখনি উঁকি দেয় সুমহান সূর্য মেঘেদের পিঠে ঘোষিত হয়- 'প্রেরিত হলো বিশ্ব-জাহানের দয়ার আধার' লুফে নাও আলো, পুরে নাও আপনার ঘটি-বাটি সব; অনাগত সঞ্চয়ে। আলোর দিশারী এবং পথচারী ওহে সঞ্চয়ী জন; আমাদের প্রিয়জন তোমাদের বুনা বীজকে অংকুরিত হতে যারা ঢেলেছিলে লহু বক্ষের কলিজাকে দিলে চিবোতে, কালের হিংস্র পশুদের; যারা এসেছিল খেতে লেলিহান জিহ্বায়, তোমাদের আলোকিত চারা একটি ভূ-খণ্ড, একটি বিধান, একটি সরল পথ, একজন প্রিয়জন সে প্রিয় পথে, সে প্রিয়জনে, সে আলোকের ছটা এসে পড়ে আজো সহস্রাব্দেরও এপারে, আমাদের হৃদয়ে, নিশুতি পথের আধুনিক অন্ধকারে। মেঘ আসে, কেটে যায় মেঘ, সালোকিত রঙ সূর্য উদিত কালের প্রতিটি গগনে বাদল দিনের অন্ধকারে ঢাকে আমাদের মনাঞ্চল, তবুও শুকিয়ে নেয় ছটা যেখানেই জমে থাকে নির্বোধের ছিটানো জল, আদর্শের দু'টি বাহু চঞ্চল আলোকোৎসারণের দুই চিরন্তনী গিরি জেগে থাকে সদা, অনন্ত আকাশের টানে বিচলিত প্রাণ! বাঁধো ধৈর্যের আমামা, বিজয়ের পথে হও আগুয়ান রক্তের পণে পণে বলবো আমি জনে জনে- জীবনে মরণে সফল মানুষেরে দেখে যাও পৃথিবী ঐ হাসে আলো গগণের সীমানায়, ঐ চলে আলো হৃদয় থেকে হৃদয়ে যতদিন না ঘটে মহাবিস্ফোরণ এবং আমাদের মঞ্চায়িত জীবনের অবসান। 22.07.2006 মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবিটির জন্য [link|http://www.ipaki.com/wallpaper/displayimage.php?pid=1592&fullsize=1|K

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।