হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
সামহোয়্যার ইন ব্লগ এর কল্যানে আজ অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে। এই ব্লগার বন্ধুদের আমি সাধারনত 'আপনি' বলে সম্বোধন করি। সম্বোধন যাই হোক না কেন, এক অদৃশ্য মায়াবী সুতার বাধনে আমি জড়িয়ে ফেলেছি তাদেরকে।
অচেনা প্রাপ্তবয়স্ক মানুষ-কে 'আপনি' বলতে হয় এটাই বিধান। সেই মতে আমি ব্লগের সবাইকে 'আপনি' বলেই শুরু করি। 'আপনি' সম্বোধন করি অথচ বন্ধু মনে করি এই রকম ব্লগার বন্ধুর সংখ্যাই বেশী। এত বিধি বিধানের পরও কয়েকজন কে 'আপনি' থেকে 'তুমি' বলার সৌভাগ্য আমার হয়েছে। আর এখনো যাদের 'আপনি' ডাকছি তাদের অনেকেই আমার খুব ভালো বন্ধু।
হিসেব করে দেখলাম আমি মাত্র আমার 05 জন ব্লগার বন্ধুকে তুমি বলে ডাকি। দেখি এই ব্লগ লিখে সংখ্যাটা বাড়াতে পারি কি না।
01। শাওন -[এখনো দুই চোখে বন্যা নিয়েই আছে, ভালো ছেলে]-
02। শমর্ী -[অনেক দিন ধরেই দেখছি না, কেউ কি জানে ও কেন আসছে না ?]-
03।
কাশফুল -[আমার মতই আড্ডাবাজ, এই আছে এই নাই]-
04। আস্তমেয়ে -[ব্লগে মুরুবি্ব টাইপের মানুষ, আসলে কিন্তু আস্ত পিচ্চি]-
05। রিনয় -[ইচরে পাকা পিচ্চি, তবে মন্দ না]-
বিঃদ্রঃ আমাকেও কালপুরুষ দা, সারিয়া আপা, ইমন ভাই কখনো 'তুই' কখনো 'তুমি' ডাকে; কাশফুল 'তুমি' ডাকে, শুনতে বড় ভালো লাগে !!
-[উৎসর্গ ঃ- আস্তমেয়ে (আমার আস্ত আপু)'র শুভ জন্মদিনে এই পোষ্টটা তাকে উৎসর্গ করলাম, তারিখ ঃ- 20/07/2006ইং। ]-
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।