দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি
হয়তো আমার প্রশ্নটি পড়ে অনেকেই হাঁসছেন, বলে কি ছোকড়া? কিন্তু সামপ্রতিক ঘটনাবলি দেখেন :
- লেবাননে হিযবুল্লাহ - ইসরায়েল কনফ্লিক্টে শতাধিক নিহত, যার অধিকাংশই শিশু ও সিভিলিয়ান ।
- গাজায় হামাসের উপর ইসরায়েলি আক্রমনে নিহতের সংখ্যাও প্রায় শতাধিক।
- ইরানের নিউক্লিয়ার ক্রাইসিসের কোন সুষ্টু সমাধান আপাতত: দেখা যাচ্ছেনা। শেষ পর্যন্ত ব্যাপারটা জাতিসংঘের সিকিউরিটি কাউনিসলে উত্তাপিত হয়েছে।
- আমেরিকা সিরিয়া আক্রমনের অজুহাত খুঁজতে ব্যস্ত।
- উত্তর কোরিয়া সাম্প্রতিক লং রেঞ্জ মিসাইল টেস্ট করেছে।
- দারফুরে অশান্তিআর সোমালিয়ায় এখনো গৃহযুদ্ধ চলছে।
- ইরাকের যুদ্ধ তো আছেই...
এসব ঘটনাবলি দেখে আপনার কি মনে হয়? কোথায় যাচ্ছে দুনিয়া? আছে কি কোন সুষ্টু সমাধান? এর শেষই বা কোথায়?
অনেকেই বলছেন দ্রুতই এ পৃথিবী 3য় বিশ্ব যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে। আপনার কি মনে হয়???
-----
ছবি - 'The Massacre of the Giustiniani at Chios'
by Francesco Solimena.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।