আমাদের কথা খুঁজে নিন

   

সৌদী আরবে চলচিএ উৎসব

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

অতি রক্ষণশীল সৌদী আরবে প্রথমবারের মতো চলচিএ উৎসব শুরু হতে যাচ্ছে এ সপ্তাহে। জনসমক্ষে চলচিএ প্রদর্শনী যেহেতু নিষিদ্ধ তাই নাম দেয়া হয়েছে "জেদ্দা ভিজু্যয়াল শো ফেস্টিভাল"। ঘরোয়াভাবে তৈরী শর্ট ফিল্মগুলো প্রতি বুধবার রাতে দু'ঘন্টার জন্য দেখানো হবে এক মাসের জন্য। রক্ষণশীল মোল্ল্লাদের সাথে ঝামেলা এড়াবার জন্য আয়োজকরা অবশ্য এটাকে চলচিএ উৎসব না বলে ভিজু্যয়াল শো বলে ডাকতে চান। তারা আশা করেন, এর ফলে চলচিএের গ্রহণযোগ্যতা সামাজিকভাবে আরও বাড়বে।

চলচিএের ব্যাপারে রক্ষণশীলতার কারণে এখানে প্রেক্ষাগৃহ না থাকলেও বিওশালীদের বাসার ইলেকট্রনিক বিনোদনের বিশাল আয়োজন প্রেক্ষাগৃহকে হার মানায়। আর স্যাটেলাইটের সুবিধার কারণে ছায়াছবির ব্যাপারে বিধি নিষেধ সত্যি হাস্যকর। কারণ, সব ধরণের ছবি টিভি রিমোটে বাটনে চাপের অপেক্ষায় থাকে। অবশ্য সব নিষেধের বেড়াজালের আড়ালে কোটিপতি সৌদী যুবরাজ তালাল তার এন্টারটেইনমেন্ট কোম্পানী "রোটানা"র মাধ্যমে বেশ কিছু ছবি তৈরী করছেন!!! সৌদী মোল্ল্লারা বাচ্চাদের কাটর্ুন ছবি বহু বছর নিষিদ্ধ করে রাখার পর গত বছর প্রথমবারের মতো সৌদী আরবে টিভির পর্দায় শিশুদের জন্য বিনোদনমূলক কাটর্ুন প্রদর্শনী শুরু হয়। সৌদী খবরের কাগজে বলা হয়, চলচিএ উৎসবে মূলত: সৌদী জীবনধারা ও সন্ত্রাস বিরোধী ফিচার ফিল্মগুলো প্রদর্শন করা হবে।

ধর্মভিওিক রক্ষণশীলতা আর রাজতন্ত্রের লাগামহীন বিলাসিতার আড়ালে জেদ্দার এই ভিজু্যয়াল শো সাধারণ সৌদীদের জীবনধারায় কিছুটা বৈচিএ্য আনবে আর বিধিনিষেধে কিছুটা শৈথিল্যের সূচনা করবে। চলচিএ উৎসবের মূল খবরটি প্রকাশিত হয় [link|http://tinyurl.com/elm39|e

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।