আমাদের কথা খুঁজে নিন

   

নটরডেমিয়ানস ঃঃ ডাক দিয়েছে ফাদার পিশোতো

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

ফাদার পিশোতো ফিজিক্স এর টিচার ছিলেন। আমাদের গ্রুপে উনি পড়াতেন না। একবার আমাদের সুশীল স্যার না আসায় উনি ক্লাস নিবেন। পড়ানো শুরু করলেন জিম আর ডেলার গল্প। একসময় সেই লাইন আসলো যেখানে দেখা যায় জিম অফিস থেকে আসে, ডেলা দরজা খুলে এবং জিম ডেলাকে জড়িয়ে (Hug) ধরে। ঐ জায়গায় এসে ছয় ফিট চার ইনচি লম্বা মানুষটা কাচু মাচু হয়ে ডায়াসের এক কোণায় গিয়ে বলেন, '' তমরা সবাই চখ বনদ্ কর্, ওদেরকে একটু প্রাইভেসী দাও''। উনি নিজে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকেন কয়েক সেকেন্ড। ====================================== নটরডেমের হারামী যেগুলি এই ব্লগে আছ ছয় ডিজিটের স্বাক্ষর করে যাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।