আমাদের কথা খুঁজে নিন

   

জকিগঞ্জ সীমানত্দ থমথমে ।। আলোচনায় বিএসএফের সাড়া নেই



সিলেটের জকিগঞ্জ সীমান্ত পরিস্থিতি এখন থমথমে। সীমান্তের বারঠাকুরী এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে 296 একর জমি জবরদখলের অপচেষ্টায় গত মঙ্গলবার রাতে বিএসএফ'র অনুপ্রবেশের ঘটনায় বিডিআরের সাথে 4 ঘন্টাব্যাপী কয়েক হাজার গুলি বিনিময়ের পর গত দু'দিন নতুন করে গোলাগুলির আর কোন ঘটনা না ঘটলেও দু'পক্ষ নিজ নিজ সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে রণসাজে রয়েছে। এক সপ্তাহের ব্যবধানে গত মঙ্গল ও বুধবার অপদখলীয় জমি জবরদখলের প্রচেষ্টায় বিএসএফ আগ্রাসী তৎপরতা চালানোর পর গত বৃহস্পতিবার বিডিআর সীমান্ত চুক্তি লংঘন করে বাংলাদেশ ভূখণ্ডের অপদখলীয় জমি জবরদখলের উদ্দেশ্যে অপতৎপরতা চালানোর ব্যাখ্যা চেয়ে বিএসএফ কতর্ৃপক্ষের কাছে পত্র প্রেরণ করে। কিন্তু বিএসএফ বিডিআর'র এ পত্রের কোন জবাব দেয়নি। উপরনত্দু বিএসএফ শক্তি বৃদ্ধি অব্যাহত রেখে রণসাজে সীমান্তে আরো শক্ত অবস্থান গ্রহণ করেছে।

গতকাল শুক্রবার সীমান্তের ওপারে বেশ কিছু ভারতের সাঁজোয়া যানবাহন চলাচল লক্ষ্য করা গেছে। সীমান্তের ওপারে নতুন করে আরো বাঙ্কার স্থাপন করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বিডিআরও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে। বিএসএফ'র রণপ্রসত্দুতি দেখে জকিগঞ্জের বারঠাকুরী, আমলসীদ, উত্তরকূল, ভিন্নাপাড়া, ছালেপুর, কাজীপাড়া, বাজনীপাড়া, কায়স্থপাড়া 8টি গ্রামের প্রাণভয়ে ঘরবাড়ি ছাড়া প্রায় 10 হাজার মানুষ এখনো ঘরে ফিরেনি। কিছু কিছু পুুুরম্নষ লোক সম্পদ রক্ষায় বাড়ি ঘরে বাংকার খনন করে আছেন।

সীমান্তের ওপারে হরিনগর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের লোকজনকে বিএসএফ সরিয়ে দিয়েছে বলে সীমান্ত সূত্রে জানা গেছে। জকিগঞ্জ থেকে সংবাদদাতা আব্দুল খালিক তাপাদার জানান, বিএসএফ'র আক্রমণাত্মক মনোভাব অব্যাহত থাকায় জকিগঞ্জের জনমানব শূন্য 8টি গ্রামের মানুষের ঘরবাড়ি ও সম্পদ রক্ষায় এলাকাবাসী পুলিশ টহল ও প্রহরার ব্যবস্থা করার জন্য কতর্ৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছেন। বিডিআর সিলেট সেক্টরের 38 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল আবু তাসনিম জানান, সীমান্তে বিএসএফ'র যে কোন আগ্রাসী তৎপরতা রোধে বিডিআরকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। তিনি বলেন, বিডিআর সবসময় সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। কিন্তু বিএসএফ'র বারংবার উস্কানিমূলক তৎপরতায় তা ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতে যে সকল অপদখলীয় জমি রয়েছে সে সকল জমি শান্তিপূর্ণভাবে স্ব স্ব দেশের নাগরিকরা 1975 সালের সীমান্ত চুক্তি অনুযায়ী ভোগ করার কথা। কিন্তু বিএসএফ এই সীমান্ত চুক্তি লংঘন করে জকিগঞ্জের বারঠাকুরী এলাকার বাংলাদেশ ভূখণ্ডের 296 একর অপদখলীয় জমি জবরদখল করে নেয়ার উদ্দেশ্যে গত দু'মাসে 5 বার আগ্রাসী তৎপরতা চালিয়েছে। ঃঃ দৈনিক ইত্তেফাকঃ 01.07.2006 ঃঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।