আমাদের কথা খুঁজে নিন

   

জকিগঞ্জ সীমানত্দে বিডিআর-বিএসএফ 4 ঘন্টা গুলি বিনিময়



বাংলাদেশ ভূখণ্ডের জমি জবর দখলের অপচেষ্টায় মঙ্গলবার রাতে সিলেটের জকিগঞ্জ সীমানত্দের বারঠাকুরী এলাকায় ভারতীয় সীমানত্দ রক্ষী বিএসএফ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আবারো অতর্কিতে হামলা করেছে। এতে দু'জন বাংলাদেশী নাগরিক আহত হন। এ সময় বিডিআর প্রতিরোধ গড়ে তুললে উভয়পক্ষের মধ্যে 4 ঘন্টাব্যাপী প্রায় 6/7 হাজার রাউন্ড প্রচণ্ড গুলি বিনিময় হয়। এর মধ্যে বিএসএফ অধিকাংশ রাউন্ড গুলিবর্ষণ করে। শেষ খবর পাওয়া পর্যনত্দ সীমানত্দে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

আতংকিত সীমানত্দবাসী বাড়ীঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমানত্দে বিডিআর বিএসএফ বাংকার তৈরি ও শক্তি বৃদ্ধি করে মুখোমুখি অবস্থান নিয়েছে। বিডিআর ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত 3টার দিকে বিএসএফ অতর্কিতে বিডিআর এর বারঠাকুরী এলাকাস্থ উত্তরকুল ক্যাম্প (বিওপি) লক্ষ্য করে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে গুলিবর্ষণ শুরম্ন করে। তখন বিডিআর জওয়ানরা পাল্টা গুলিবর্ষণ শুরম্ন করে। এসময় জকিগঞ্জের স্থানীয় বারঠাকুরী, আমলসীদ, উত্তরকুল, ভিন্নাপাড়া, কাজীপাড়া, বাজনীপাড়া, কায়স্থপাড়া গ্রামের মানুষজন গুলির শব্দে আতঙ্কিত হয়ে ঘুম থেকে জেগে উঠেন এবং আর্ত চিৎকার শুরম্ন করেন।

ভারি অস্ত্রশস্ত্রের গুলির আওয়াজ 8/10 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ অব্যাহত রেখে প্রতু্যষে বাংলাদেশ ভূখণ্ডের বারঠাকুরী এলাকার বিরোধপূর্ণ অপদখলীয় ফসলী জমিতে অনুপ্রবেশের অপচেষ্টা চালায়। কিন্তু এখন বিডিআর জওয়ানদের প্রচণ্ড প্রতিরোধের মুখে বিএসএফের জমি জবরদখলের হীন প্রচেষ্টা ব্যর্থ হয়। জকিগঞ্জ থেকে সংবাদদাতা আব্দুল খালিক তপাদার জানান, ভোর হতেই ঘটনাস্থলের পাশর্্ববতর্ী উলেস্নখিত 7টি গ্রামের মানুষজন ঘরবাড়ি বন্ধ করে গরম্ন-বাছুর নিয়ে নিরাপদ দূরত্বে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিতে শুরম্ন করেন। সীমানত্দে সৃষ্ট উত্তেজনার কারণে গ্রামের হাটবাজার ও স্কুল-মাদ্রাসা গতকাল বন্ধ ছিল।

বিএসএফের গুলিবর্ষণে বিডিআরের উত্তরকুল বিওপি ক্যাম্প এবং গ্রামগুলোর অনেকেরই ঘরবাড়ির দরজা-জানালা, টিনের চাল, ঘরের বেড়া ঝাঁঝরা হয়ে যায়। গাছপালায়ও গুলির চিহ্ন রয়েছে। গুলি বিনিময়ের ঘটনায় বিডিআর সদস্যদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। সীমানত্দে বিএসএফ প্রচুর সংখ্যক শক্তি বৃদ্ধি এবং অনেক বাংকার তৈরি করে বাংলাদেশ সীমানত্দের দিকে ভারী অস্ত্র তাক করে অবস্থান নিয়েছে। বিএসএফের উস্কানিমূলক তৎপরতায় বিডিআরও পাল্টা শক্তি বৃদ্ধি এবং বাংকার তৈরি করে শক্ত প্রতিরোধমূলক অবস্থান নিয়েছে।

উভয়পক্ষ যুদ্ধাবস্থায় মুখোমুখি থাকায় বারঠাকুরী এলাকা ছাড়াও সীমানত্দবতর্ী জকিগঞ্জ উপজেলাবাসী আতংক-উৎকক্তার মধ্যে আছেন। সীমানত্দবাসী জনগণ বিএসএফের যেকোন আগ্রাসী তৎপরতা প্রতিহত করার জন্য বিডিআর জোয়ানদের সমর্থন-সাহস যোগাচ্ছেন। বিএসএফের গুলিতে আহত আমলসীদ গ্রামের কৃষক আবুল কালাম (35) ও শিহাব উদ্দিনকে (30) গুরম্নতর অবস্থায় জকিগঞ্জ হাসপাতাল থেকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানানত্দর করা হয়েছে। বিএসএফের গুলিবর্ষণের সময় তারা বাড়িতে ঘুমিয়ে ছিল। সীমানত্দে উত্তেজনার কারণে গতকাল বুধবার দুপুর 12টা পর্যনত্দ জকিগঞ্জ থেকে সিলেট সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

উলেস্নখ্য গত শুক্রবার রাতে অনুরূপভাবে বিএসএফ জকিগঞ্জের বারঠাকুরী এলাকায় বাংলাদেশ ভূ-খণ্ডের 296 একর কৃষি জমি জবরদখলের অপচেষ্টা চালিয়েছিল। তখন বিএসএফ অতিরিক্ত শক্তি বৃদ্ধি করে রাতে গুলিবর্ষণ করে বাংলাদেশ ভূ-খণ্ডে অনুপ্রবেশ করে। তখন বিডিআরের শক্ত প্রতিরোধের মুখে বিএসএফ পিছু হটে যায়। ঐদিন বিডিআর-বিএসএফের মধ্যে প্রায় সহস্র রাউন্ড গুলি বিনিময় হয়। এ ঘটনার 5 দিনের মাথায় বিএসএফ আবারো বাংলাদেশ ভূ-খণ্ডের জমি জবরদখলের অপচেষ্টা চালায় এবং বিনা উস্কানিতে বিডিআর ক্যাম্প ও বাংলাদেশের গ্রাম লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করে।

ঃঃ দৈনিক ইত্তেফাক ঃ 29.06.2006 ঃঃ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।