আমাদের কথা খুঁজে নিন

   

শোহেইল মতাহির চৌধুরী - ডাইভারসিফাইড ব্যক্তিত্বের সানি্নধ্যে

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

প্রথমেই যেটা আমার মনে হয়েছিল - ভীষণ প্রয়োজন তাঁর বাংলাদেশেই তো থাকা! পরে বুঝতে পেরেছি - শরীরী অবস্থানে যা হতে পারতো তার চেয়ে তাঁর ভার্চুয়াল সম্পৃক্ততা আমাদেরকে সজীব করেছে আরো বেশী, প্রতিনিয়ত। তিনি - দেশের বাইরে থেকেও লেগে আছেন দেশেরই শরীরে। কখনও মনে হয় না আমাদের থেকে দূরে আছেন। যার কথা বলছি সেই শোহেইল মতাহির চৌধুরী আজকে অলংকৃত করেছেন আগুনের পরশমণির অতিথির আসন। তার সাথে আমরা খোলামেলা আলোচনা করবো।

প্রচলিত সংবাদ-মাধ্যম যে প্রশ্নগুলো সেন্সর করে থাকে; আমরা সেগুলোকে ওয়েলকাম জানাবো। ব্লগকে কেউ হিসাবে ধরে না; সুতরাং আমাদের মুক্ত জীবনের স্বাদ কেন কল্পিত জুজুর ভয়ে শৃংখলিত রাখবো। গত বছরের শেষ দিনে তার প্রথম লেখাটি পোস্ট হয়েছিল। সে থেকে তিনি এখন ট্রিপল সেঞ্চুরীর দাড়প্রান্তে। এমন সন্ধিক্ষণে তার মুখোমুখি আমরা।

ব্লগারদের ভিন্নতার মধ্যেও একধরণের মুগ্ধতা আছে। সে মুগ্ধতায় আবিষ্ট করেছেন তিনি। শোহেইল সর্বদা তার লেখনীতে বিচু্যতি ধরিয়ে দিয়েছেন সমাজের, ভাষার, শব্দের আর সম্পর্কের। যিনি যথার্থই বলতে পারেন, সভ্যতার সমান বয়সী আমি! মানুষের অগ্রযাত্রার ধারাবাহিকতা আমার রক্তে ও মননে। আসুন আমরা তার প্রজ্ঞা ও ডাইভারসিফাইড অভিজ্ঞতার স্পর্শে আমাদের অনুসন্ধিৎসু মানষের ক্ষুধা নিবৃত্ত করি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।