আমার ব্যক্তিগত ব্লগ
স্কুলে ক্লাস 5 এ পড়ি। স্কুলের মাঠের ওপারে একটা ছোট্ট টিনের দোকান, আমরা 50 পয়সার চানাচুর কিনে খেতাম, এই রকম স্বাদ আর কোনো চানাচুরে পাইনি, এতো মজা ছিলো। আমি মাঠ হেটে পার হয়েছি, এমন দিন মনে করতে পারিনা, সব সময়ই মনে হয় এক দৌড় দিতাম। তখন ফ্রক পড়তাম, ফ্রকের সামনে 2টা পকেট ছিল। আমার রুমাল আর টাকা তাতে রাখতাম।
ভুমিকাটা মনে হয় বেশি বড় হয়ে গেল..... একদিন চানাচুর কেনার জন্য দোকানিকে 1টাকা দিলাম, সে 50 পয়সা ফেরত দিল। পয়সাটা পকেটে রেখে দৌড়ে ক্লাসে আসলাম। এরপর পকেটে হাঁত দিয়ে দেখি পয়সা নেই! কি করি! আবার মাঠে গেলাম, ঘাসের মধ্যে খোজা শুরু করলাম। কিছুক্ষন পর পেয়েও গেলাম। কি যে খুশি হয়েছিলাম।
আবার পকেটে রেখে ক্লাসে ফেরত আসলাম। এবার হেঁটে হেঁটে...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।