দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
যা কিছু পেয়েছি? আর যা কিছু হারিয়েছি
তার নাম মনে নেই । তবে কি রক্তকরবী......
বাতিঘরে নিজেই মোম হয়ে গেলে গলে পড়েছি........
অন্ধকারে চিতা বহন করে আয়ুতে আনন্দ এল
নিজেকে প্রাপ্য থেকে ভূল সরিয়ে ফুল দিয়েছি। নিরক্ত করবী।
প্রাপ্তির চেয়ে মৃতু্য জেদ ঝরছে অশ্রু বিন্দু!
প্রহর গুল চলে কালবেলায়। যা কিছূ পেয়েছি
আর যা হরিয়েছি কাব্যর ছন্দমেলাতে ইকোনে বল পেন
কাঁদে ; কিছুতেই কালো যায়না আর লুকানো।
প্রেম পদাবলী নিয়ে রক্তকরবী কলমে আসেনা কিছুতেই।
দু'চোখ মুদিত রেখে ধূসর স্মৃতির পান্ডুলিপি খুঁজে ফিরি
দেখি ববর্ণ শব কব্য!
সংসার যাপনে দীপ্তিময়ী লগ্নগুলো বাতি ঘরে মোমের মত
গলে গলে স্নায়ুর ভিতরে তরল আনন্দ ?
নিজেকে অনলে পুড়ে দিয়েছি পদ্যময় যাপিত জীবন ?
লেখার নেশায় কেটেছে নিঝুমপুরী; ভূলে ভরা গদ্য জীবন
নিঝুম অতীত! প্রেম পদাবলী নিয়ে রক্ত করবী কলমে আসেনা।
আমার উঠোনে ঝরছে শুধু করবী; নিরক্ত হলুদ করবী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।