যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
আগুনের পরশমনিতে আজকের অতিথি আস্তমেয়ে। ব্লগে এখন পর্যন্ত সবচেয়ে বেশী প্রতিকূলতার সম্মুখীণ হয়েছেন সে কথা নিশ্চিতভাবে বললে কেউ কেউ আপত্তি তুলতে পারেন তবে তিনি যে আমাদের অন্যতম প্রিয় একজন; সে কথা স্বীকার করতে কেউ দ্বিধা করবেন না। জনপ্রিয়তায় কোন অংশে পিছিয়ে নেই। তাৎক্ষণিক মন্তব্যে বুদ্ধিবৃত্তিকতা অথবা হালকা চপলতা সব ছন্দই আমরা তার মাঝে পাই। তার সাথে অনেকের বিশ্বাসের ভিন্নতা আছে কিন্তু তারপরেও সহাবস্থানের ব্যাপারে তিনি সবসময় উচ্চকন্ঠ।
আজকে তার মুখোমুখি আমরা। বিতর্কে পরিচিত নাম - বিভিন্নমূখী টানপোড়ণের মাঝে সবসময় উচ্চকিত থাকে নির্মল ভাষাবোধ আর তার সহযোগিতমূলক আচরণ নিয়ে।
আপনারা প্রশ্ন করুন তার জীবন ও ভাবনা নিয়ে। অনধিকারচর্চা বিষয়ক প্রশ্নগুলো নিয়ে আপনাদের চিন্তিত হবার দরকার নেই। আপনাদের ও আস্তর সাথে আলাপ করে সেগুলি আমিই মুছে দেব।
আস্তমেয়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবে বাংলাদেশ সময় দুপুর সারে তিনটা থেকে। সে পর্যন্ত আপনারা প্রশ্নগুলো এখানে জমাতে থাকুন।
মন্তব্যের সিড়ি ভেংগে শেষটা দেখতে যখন আপনাদের পরিশ্রান্ত হতে হবে তখন চলে যাবো নতুন পোস্টে ........... শেষ কিস্তিশিরোনামে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।