আমাদের কথা খুঁজে নিন

   

ফ্যাক্স করার যন্ত্র ছাড়াই ফ্যাক্স পাঠান

আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি, মায়ের মুখের জন্য ছিনিয়ে আনতে পারি হাসি, আমি ছিনিয়ে আনতে পারি মানচিএ, গড়তে পারি দেশ। যদিও বা আমি অগোছালো শব্দের কুন্ডলি। ছুঁয়ে দেখো আমায়; আমি অগোছালো শব্দের কুন্ডলি, আমি ভালোবাসতে পারি। ।

কম্পিউটার ব্যবহারের মাধ্যমে ফ্যাক্স আদান-প্রদান করা যায়।

এ জন্য ফ্যাক্স মেশিন বা ইন্টারনেট সংযোগ কোন কিছুই লাগবেনা। শুধু লাগবে কম্পিউটার ও টেলিফোন সংযোগসহ মডেম। যদি আগত ফ্যাক্সের প্রিন্ট নিতে চান তাহলে একটা প্রিন্টার লাগবে। ফ্যাক্স পাঠানোর জন্য - Start\All programs\Accessories\Communications\Fax\Fax Console - এ যেতে হবে। একটি উইন্ডো আসবে।

এরপর , Start\Control Pannel\Add-Remove Programs\Add\Remove Windows Components the fax Services -এ টিক চিহ্ন দিয়ে Next -এ ক্লিক করতে হবে (Next -এর আগে WindowsXP সিডিটি সিডি-রম ড্রাইভে রাখতে হবে)। Fax Install হবার পর নির্বাচন করতে হবে - Start\All Programs\Accessories\Communications\Fax\Fax Console ফ্যাক্স পাঠানোর নিয়ম। Fax Console থেকে File\Send a Fax নির্বাচন করতে হবে। দরকারি তথ্য পূরণ করুন এবং ফ্যাক্স Send করুন। আপনার ফ্যাক্স সফলভাবে গেলে একটা Success Message পাবেন।

ফ্যাক্স গ্রহন : Fax Console থেকে Receive a Fax new নির্বাচন করুন। প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ফ্যাক্স গ্রহন করুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.