আজকে একটি ভয়ংকর কান্ড ঘটেছে। আমার মোবাইল সেটটা নষ্ট হয়ে গেছে। নিজের টিউশনীর টাকা দিয়ে কেনা বলে এই সেটটি আমার খুব প্রিয়। যদিও এটি খুব একটা উন্নত মানের নয়। সিমেন্স এ 62।
ফোনটার দিকে তাকালেই কষ্ট লাগছে। এবার বলি কিভাবে নষ্ট হল। কাল রাতে একটা মেসেজ আসছে, আমি যেই সেটার রিপ্লাই করতে গেছি অমনি ফোন গেল বন্ধ হয়ে। এই ভাবে 2 বার হয়ে তার পর থেকে ফোন আর খোলেইনা। পরে আব্বুর সেটে আমার সিম টেস্ট করে দেখি সিম ঠিকই চলছে (আল্লাহ্ বাঁচাইছে) ।
তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যপার হল , সকালে আমার এক বান্ধবী জানাল তার মোবাইল ও কাল রাতে ঠিক একই পদ্ধতিতে নষ্ট হয়েছেৃ......এটা কি তাহলে গ্রামীণ নেটওয়ার্কের কোন সমস্যা? হতে পারে কালকে ওদের মেসেজিং সার্ভিসে সমস্যা ছিল। বুঝতে পারছিনা....আচ্ছা আর কারো ফোন কি এইভাবে নষ্ট হয়েছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।