আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ঝামেলা



আজকে একটি ভয়ংকর কান্ড ঘটেছে। আমার মোবাইল সেটটা নষ্ট হয়ে গেছে। নিজের টিউশনীর টাকা দিয়ে কেনা বলে এই সেটটি আমার খুব প্রিয়। যদিও এটি খুব একটা উন্নত মানের নয়। সিমেন্স এ 62।

ফোনটার দিকে তাকালেই কষ্ট লাগছে। এবার বলি কিভাবে নষ্ট হল। কাল রাতে একটা মেসেজ আসছে, আমি যেই সেটার রিপ্লাই করতে গেছি অমনি ফোন গেল বন্ধ হয়ে। এই ভাবে 2 বার হয়ে তার পর থেকে ফোন আর খোলেইনা। পরে আব্বুর সেটে আমার সিম টেস্ট করে দেখি সিম ঠিকই চলছে (আল্লাহ্ বাঁচাইছে) ।

তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যপার হল , সকালে আমার এক বান্ধবী জানাল তার মোবাইল ও কাল রাতে ঠিক একই পদ্ধতিতে নষ্ট হয়েছেৃ......এটা কি তাহলে গ্রামীণ নেটওয়ার্কের কোন সমস্যা? হতে পারে কালকে ওদের মেসেজিং সার্ভিসে সমস্যা ছিল। বুঝতে পারছিনা....আচ্ছা আর কারো ফোন কি এইভাবে নষ্ট হয়েছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.