আমাদের কথা খুঁজে নিন

   

হেলায় হারাই ধন, সততারই জয়

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

হাজার হাজার লোক একে পাবার জন্যে পাগল, কিন্তু পাচ্ছেনা। কালোবাজারে এর যা আকাশচুম্বি দাম, তাতে অগাধ সম্পত্তির মালিক হওয়া যেতে পারে। তারপরও তা হাতে পেয়ে ছুড়ে ফেলে দেয়া এখানেই সম্ভব। এক জামর্ান ভদ্রলোক তাই করেছেন। তিনি ফ্রাঙ্কফুর্ট এর এক বাসষ্টপে এক প্লাষ্টিক ব্যাগে কুড়িয়ে পেয়েছিলেন আটশো বিশ্বকাপের টিকেট।

একটিই নিজের জন্যে না রেখে ফিরিয়ে দিয়েছেন পরিবহন সংস্থার 'হারানো জিনিস প্রাপ্তি' ব্যুরোতে। তারা তা পরে জার্মান ফুটবল সংস্থাকে ফিরিয়ে দিয়েছে। ক'দিন আগে একজন ব্যবসায়ী আটশো' টিকেট ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে হারিয়ে ফেলেছেন বলে পুলিশের কাছে রিপোর্ট করেছিলেন। এক লাখ চৌদ্দ হাজার ইউরো মুল্যের টিকেট ভুলে ফেলে রেখে গিয়েছিলেন, যা পরে খুজে পাওয়া যায়নি। জার্মান ফুটবল সংস্থা এই দুই ঘটনার যোগসুত্রকে অস্বীকার করেছেন।

হারারো টিকেটের কিছু অংশ ওই ব্যাবসায়ী নাকি আগেই ফেরত পেয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।