আমাদের কথা খুঁজে নিন

   

۩۩۩স্বপ্ন দেখা নিয়ে নিজের একটা ব্যাপক গবেষনামূলক পোষ্টঃ হেলায় মিস করবেন না۩۩۩

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে

ঘুমের মাঝে স্বপ্ন দেখা মানুষের স্বভাবজাত। হরেক মানুষের হরেক রকমের স্বপ্ন দেখে ঘুমের মাঝে। কখনও হাসির, কখনও মজার, কখনও দুঃখের, কখনও অতি অবাস্তব। মানুষ ঘুমিয়ে গেলে, তার মস্তিস্কের কিছু অংশ সজাগ থাকে যার মাধ্যমে মানুষ স্বপ্ন দেখে।

এই স্বপ্ন নিয়েই আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতাকে তুলে ধরছি--- স্বপ্ন নিয়ে আমার মজার কিছু স্মৃতি আছে-- মাঝে মাঝে আমি কিছু স্বপ্ন দেখি অনেকটা আমাদের টিভি চ্যানেলের মেগা সিরিয়ালের মত, মানে আগে যে পর্যন্ত দেখেছিলাম, এরপর থেকে আবারও কিছুরাত বিরতি দিয়ে স্বপ্নটা দেখি, স্বপ্ন দেখার পর ঘুম ভাঙ্গলে মনে হয়, এর আগের অংশতো এর আগে দেখেছি। আবার কিছু স্বপ্ন আছে যেগুলো বার বার একই ভাবে দেখি...যেমন আমার বাসার কিছু কিছু সময়/অনুভূতি নিয়ে একই ঘটনা, পরিবেশ-লোকজন নিয়েঘুরে ফিরে একই ভাবে দেখি। আবার মাঝে মাঝে কিছু স্বপ্ন দেখি খুবই অবাস্তব! হ্যাঁ আপনি বলতে পারেন, স্বপ্নইতো অবাস্তব, মানলাম, তাইলে আমার এ ধরনের স্বপ্ন চরম অবাস্তব। ধরেন আপনি স্বপ্নে দেখলেন আপনি অস্ট্রেলিয়ায় অপেরা হাউসের সামনে দাড়িয়ে আছেন, এটা মনে হয় খুব একটা অবাস্তব না, কারন সময়ের প্রয়োজনে অথবা কাজে আপনি অস্ট্রেলিয়া যেতেই পারেন, কিন্তু আপনি যদি দেখেন, আপনার বাসার কাজের ছেলে/মেয়ে আপনার সাথে দেশের বাহিরে চলাচল করছে স্মার্ট হয়ে। তাইলে কেমন মনে হবে? এটা কি সম্ভব?? আমি মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি।

যেমন ধরুন, আমার বাড়ির (বগুড়া) সবকিছু আমি জাপানে দেখছি স্বপ্নে, মানে সবই ঠিক আছে, বাড়িঘড় ঠিক বগুড়ায় যেমন, কিন্তু চারিপাশটা জাপান যেন অনেকটা ফটোশপের কারসাজি। বাড়ি-লোকজনকে তুলে জাপানে নিয়ে আসা হয়েছে.......... আবার কিছু স্বপ্ন দেখে আমি খুব ক্লান্ত হয়ে যাই। আমি সাইফাই/থ্রিলার মুভির ভক্ত। মাঝে মাঝে দেখি আমিও কোন সিনেমার মত একজন গোয়েন্দা, কাউকে ধাওয়া করছি। এধরনের স্বপ্নগুলো একটু বড় সময় নিয়ে দেখি, আর সাধারনত সকালবেলা, দেখা যাবে, এই স্বপনের জন্য আমি জাগা পাচ্ছি না, স্বপ্ন চলছে, আমিও ঘুমে আছি, স্বপ্নশেষ আমিও জাগা পেলাম অথবা ধাওয়ার চরম মুহুর্তে হয়ত একটু পর লোকটাকে ধরব, তখন স্বপ্ন ভেঙ্গে যাবে, সেই সাথে ঘুম।

জাগার পর দেখা যাবে আমিও হাপাচ্ছি......একটা ক্লান্তি থাকে। আবার কিছু ইউনিভার্সাল স্বপ্ন থাকে যা মনে হয় সবাই দেখে, যেমন পরীক্ষা দিচ্ছি, সব কমন কিন্তু লিখতে পারছি না, কেউ আমাকে ধাওয়া করছে, কিন্তু চিৎকার করে কারো সাহায্য চাইতে পারছি না, অথবা কথা বের হচ্ছে না, অথবা দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু দৌড়াতে পারছি না, দৌড়ালেও মনে হচ্ছে হাটছি.... আজ যে ঘটনার জন্য এই পোষ্ট লেখা, সেই ঘটনা বা স্বপ্নের কথাটা এবার বলি। সাধারনত শনি-রবিবারের সাপ্তাহিক ছুটির দিনে সকালে এলার্ম দেয়া থাকে না, আর দেশেও কল করি লেটে, কারন সবাই জানে ছুটির দিন, তাই লেটে কল করবো। আজও তেমনি ঘুমায়ে সকাল ৮টায় জাগা পেলাম, আরচোখে সেলেফোনে টাইম দেখে ভাবলাম, কেবল সকাল ৮টা? ঠিক আছে আর একটু চোখ বন্ধ করে রাখি, এরপর দেখি আমি আর নাই চলে গেছি জাপানের মাউন্ট ফুযিতে, উপড়ে উঠছিতো উঠছি, শেষ আর হচ্ছে না, রাতের বেলা উঠতেছিলাম, এরপর অনেক কষ্ট উপড়ে উঠে হাপাচ্ছিলাম, সাথে কে যেন ছিল (স্বপ্নে মনে হল পরিচিত, কিন্তু জাগা পাবার পর মনে হল ঐ চেহারা এখন পর্যন্ত দেখি নাই) তার সাথে ছবি তুলতেছি, আর মাঝে মাঝে বসে বিশ্রাম নিচ্ছিলাম। স্বপ্নটা অনেক সময় ধরে দেখছিলাম, মনে হচ্ছিলো আসলেই আমি উপড়ে উঠতেছি...প্রতিটা বাঁক ধরে ধরে উপড়ে উঠছি, আর উপড়ে উঠার পর যেন ক্লান্তি ছিলো, ঘুম ভাঙ্গার পরও টের পাচ্ছিলাম, খুবই ক্লান্ত লাগছিলো........শরীরের ১২টা বেজে যাবার সাথে সাথে ঘড়িতেও দেখি ১২টা বাজে (......আপাতত এখানেই শেষ, সামনের আবারো কিছু স্বপ্নের গপ্পো নিয়ে হাজির হব!)


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.