দৃষ্টি ও দৃষ্টিভঙ্গি
দাদা,
কোন এক মন্তব্যে আপনি খোলাসা করে পরিচয় জানতে চেয়েছেন -
বলি,
বৃক্ষ তোমার নামে কি, ফলেই পরিচয়।
তবে,
বাঙালী নাকি চানস পাইলে মাইক ছাড়েনা...
প্রথমত:
আমি একজন মানুষ।
মানবতাই ধর্ম,
ভালোবাসাই কাম্য। ।
অতপর:
আমি একজন মুসলমান।
ভালোবাসার ও ভালোবাসা পাওয়ার পথ তাই ইসলাম।
আর,
অবশ্যই ভালোবাসি বাংলাদেশকে।
(আচ্ছা দাদা, শুনেছি এখানে নাকি কে দেশকে কতো ভালোবাসে তা নিয়ে বেশ গবেষণা হয়?
তো আপনার জানাশোনা কারো কাছে কি ভালোবাসা মাপার কোন যন্ত্র পাওয়া যাবে?
তাহলে দেশের প্রতি আমার ভালোবাসা মেপে রাখতাম, যাতে জরীপে এলে কাজে দেয়। )
আর হঁ্যা
পেশা - ছাত্র
নেশা - চা
হুমমম...
দেখছি বলবনা বলেই অনেক কথা বলে ফেল্ললাম। এইখানে নাকি আবার হেভি ঘটকালিও চলে, সুতরাং সাধু সাবধান।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।