আমাদের কথা খুঁজে নিন

   

মজার ঘটনা আপনার জন্য আমার জন্য লজ্জা

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility

আমি পাতাল রেল এ যাব , এ সময় ট্রেন এসে থামল সেই সাথে আমি দরজার পাশে দাড়ালাম । আর বেশি কিছু ঝামেলা নিয়ে আনমনে চিন্তা করছিলাম, আর সেই সাথে হাতের আঙ্গুল দিয়ে ট্রেনের গায়ে অথর্াত কাচেঁ হারমোনিয়াম এর মত টোকা দিচ্ছিলাম । কিন্তু ঐখানেই ট্রেনের ভেতরে জানালার পাশে একটি মেয়ে ছিল । আর আমি এ কান্ডা তো না জেনেই করছিলাম, যতক্ষণ না ঢুকতে পারছি ভেতরে, ভীড় এর জন্য যেতে পারছিলাম না । হঠাত করে খেয়াল হল, যে আমি কোথায় হাত নাচাচ্ছি , মেয়েটির দিকে এক পলক তাকিয়েই বুঝলাম , মেয়েটি অবাক হয়েছে এভেবে আমি ওকে ডাকছি কিনা ।

মেয়েটিও(মেয়েটির চেহারা ভাল করে না দেখার কারণে বুঝি নাই , মেয়েটি তুর্কি নাকি অস্ট্রিয়ান নাকি অন্য দেশের) বুঝতে পারছে না, আমিও বুঝতে পারছিনা । মিনিটের মধ্যে আমি সরে ট্রেনের ভিতরে ঢুকলাম । তখন চিন্তা করলাম আমি যদি আনমনে আর কিছু ক্ষণ যদি হারমোনিয়াম স্টাইলে আঙ্গুল ট্রেনের গায়ে টোকা দিতে থাকি, তাহলে মেয়েটি মনে করবে, আমি হয়ত আনমনে কাজটি করছি । আর যদি তা না করি তাহলে তো ও মনে করবে , আমি ওকে ডিস্টার্ব করেছি, কিংবা মজা করেছি । সুতরাং অনিচ্ছা সত্ত্বেও হাতের কাজ চালিয়ে গেলাম এক মিনিট ।

এরপর পরের বাস স্টেশনে নেমে গেলাম । ঝামেলার মধ্যে ঝামেলা সৃষ্টি মাঝে মাঝে রাগ উঠে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.