আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জেনে নেওয়া যাক নকিয়ার একটি সেরা স্মার্টফোন সম্পর্কে যেটা আপনার বাজেটের মধ্যে পড়তে পারে

আসসালামু আলাইকুম
চারপাশে শুধু এন্ড্রয়েড এন্ড্রয়েড। সবার হাতে হাতে এখন এন্ড্রয়েড। ব্যাপারটা এমন হয়ে দাড়িয়েছে যে এন্ড্রয়েড নামটা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। আর তাই সাভাবিক ভাবেই আমি আপনাদের জন্য এন্ড্রয়েড ব্যাতিত ব্যাতিক্রমধর্মী স্মার্টফোন নিয়ে আলোচনা করব। আজ আপনাদের সাথে যে স্মার্টফোন নিয়ে আলোচনা করব সেটা হল নকিয়া লুমিয়া ৬২০।

তবে একটা কথা আগেই বলে রাখি যারা এন্ড্রয়েডের পাগলা ভক্ত তারা এই ফোনটি ব্যাবহার না করে বাজে মন্তব্য করবেন না।
একনজড়ে নকিয়া লুমিয়া ৬২০ঃ
tবাজেটবান্ধব দামে উইন্ডোজ ফোনের চমৎকার একটি উদাহরণ হতে পারে এটি। বাংলাদেশের এই ফোনটি পাওয়া যাবে নজর কাড়া ৫টি (সাদা, কালো, নীল, হলুদ এবং ম্যাজেন্ডা) আলাদা রঙে। ডিসপ্লে: টিএফটি ক্যাপাসিটিপ টাচ স্ক্রিন যুক্ত লুমিয়া ৬২০ এর পর্দার আকৃতি ৩.৮" । রেজুলেশন ৪৮০X৮০০ পিক্সেল, যা লুমিয়া ৭২০ এর মত রেজুলেশন।

তবে লুমিয়া ৬২০(২৪৬পিপিআই) এর পিক্সেল ডেনসিটি লুমিয়া ৭২০(২১৭পিপিআই) এর চেয়ে বেশি। সাথে আছে মাল্টি পয়েন্ট টাচ ফাংশন। প্রসেসর: প্রসেসর হিসেবে দেয়া আছে স্ন্যাপড্রাগন এস৪ মানের ১ গিগাহার্য কোয়ালকম ক্রেইট ডুয়াল কোর প্রসেসর। জিপিইউ আছে অ্যাড্রিনো ৩০৫। ক্যামেরা: এর ক্যামেরাটি মধ্যম মানের।

৫ মেগাপিক্সেল সমৃদ্ধ এই ফোনে অটো ফোকাস এবং লেড ফ্লাশ আছে। স্থির চিএে সবোর্চ্চ রেজুলেশন ২৫৯২X১৯৩৬ এবং সাথে এইচডি (৭২০X১২৮০@৩০এফপিএস) ভিডিও রেকর্ডিং সম্ভব। এপারচার এফ২.৪, ফোকাল লেন্থ ২৮এমএম, এবং লেড ফ্লাশের কার্যকরী এলাকা ৩ মিটার পর্যন্ত। সামনে ভিডিও কলের জন্য আছে ভিজিএ (৬৪০X৪৮০) ক্যামেরা। মেমরি এবং স্টোরেজ: র্যাম ৫১২এমবি, ইন্টারনাল মেমরি ৮ জিবি, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

বিজনেজ ফিচার: মাইক্রোসফটের অফিস প্রোগ্রামগুলো যেমন ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট চালাতে পারবেন যা অফিসিয়াল কাজে আপনাতে সাহায্য করবে। কানেক্টিভিটি: ইন্টারন্টে এক্সপ্লোলার ১০, জিপিআরএস, থ্রিজি, ওয়াইফাই+হটস্পট, মাইক্রোইউএসবি V2, জিপিএস, ব্লুটুথ V৩, এনএফসি, অডিও জ্যাক ৩.৫এমএম। ব্যাটারি: ১৩০০এমএএইচ সর্বোচ্চ টকটাইম ২জি ১৪.৬ ঘন্টা, ৩জি ৯.৯ ঘন্টা সর্বোচ্চ ৩জি স্টান্ডবাই টাইম ৩৩০ ঘন্টা মিউজিক প্লেব্যাক টাইম ৬১ ঘন্টা
এই ফোনটি আপনারা পাবেন ১৭ থেকে ১৮ হাজার টাকার মধ্যে। আমার বিশ্বাস এই ফোনটি ব্যাবহারের পর এন্ড্রয়েডের কথা ভূলে যাবেন। অনেকে এপলিকেশন নিয়ে চিল্লা পাল্লা করতে পারেন।

তাদেরকে আমি বলতে চাই বর্তমানে উইনডোজ মোবাইলের জন্য ২ লক্ষের অধিক এপলিকেশন আছে। তাছাড়া বেশি এপলিকেশন এন্ড্রয়েডে ইনস্টল দিলে সেটা স্লো হতে পারে তবে এটা এত সহজে স্লো হয় না। তাই এটি ব্যাবহার করে দেখতে পারেন। আলাদা একটা মজা পাবেন। সবাই ভাল থাকবেন।

ধন্যবাদ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.