আমাদের কথা খুঁজে নিন

   

৩০ বছরে জিএনইউ

জনপ্রিয় মুক্ত অপারেটিং সিস্টেম জিএনইউ ৩০ বছর পার করছে। ১৯৮৩ সালের ২৭ সেপ্টেম্বর মুক্ত সফটওয়্যারের জনক রিচার্ড স্টলম্যানের হাতে শুরু হয় জিএনইউর যাত্রা। জিএনইউ শুরুর ফলে সারা বিশ্বেই তৈরি হয়েছে মুক্ত সফটওয়্যার আন্দোলন। যুক্তরাষ্ট্রের ম্যাচাসুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) থাকার সময় রিচার্ড স্টলম্যান মুক্ত সফটওয়্যারবিষয়ক একটি প্রকল্প শুরু করেন। আর এই প্রকল্পের আওতায় চালু হয় জিএনইউ অপারেটিং সিস্টেমটি।

চলতি বছর ৩০ বছর পূর্তিতে আন্তর্জাতিকভাবে নানা আয়োজনের মাধ্যমে উদ্যাপিত হবে। বাংলাদেশেও উদযাপন করা হবে জিএনইউয়ের তিন দশক। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক ও ওপেন নলেজ ফাউন্ডেশন নেটওয়ার্কের আয়োজনে ২৯ সেপ্টেম্বর ঢাকার ফ্রেপড মিলনায়তনে অনুষ্ঠিত হবে মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা ও আড্ডা। এ ছাড়া ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশন বাংলাদেশ ২৮ সেপ্টেম্বর কক্সবাজারের মোটেল রোডের সানিবিচ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে। বিস্তারিত: www.gnu.org/gnu30 ঠিকানায়।

—।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।