আমাদের কথা খুঁজে নিন

   

বাকাট্টা ঘুড়ির খবর দিয়েছিল দুটি ষোড়শী চোখ

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই ভাত শালিক চোখের আড়ালে চেনা পথে অবহেলে ফোটা বলাকা ভীড়ে পড়ে থাকে ডানা ছেঁড়া ঘাস ফড়িং- রোদ পরীরাও রাখে না তার খোঁজ । হিমবুড়ির কোলে মাথা রেখে বউচি স্বপন দেখার ছলে উঁকি মারে অভিমানি পাতার মনে, যেখানে লুকিয়ে আছে কিছু চৈতালি বিকেল আদ্র গোধূলি আর চাঁদোয়া জোছনা রাত । বিগত জোনাকগুলো আর ছোটে না আলেয়ার পিছে মৃত পড়ে থাকে মজে যাওয়া ইছামতির তীরে। শুষ্ক কাশফুলের আত্মারা উড়ে যায় বালি হাঁস পালকের মায়া ছেড়ে। কয়েকটি অনিকেত কাকের পথ ধরে একদল ফিঙে হারিয়ে যায় শাল পিয়ালের বনে। চিত্রল হরিণীর বুকে আঁকা ধূসর গাঙচিলের গল্পে আজও যতচিহ্ন পড়েনি - তবু বাকাট্টা ঘুড়ির খবর দিয়েছিল দুটি ষোড়শী চোখ। হয়তো কোনো অধরা সকালে শিশির বকুলে আরেকটি নতুন খোলস পড়বে গেরুয়া সাপুড়ে নাগরিক ফুটপাথে মিতালি পাতাবে বিষাদ বালিকার সাথে, আমি প্রেক্ষিত ভালোবাসার কবি হয়ে বসে থাকব একা, যুগল ছাতিম তলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।