টুইটারে আসেন, আড্ডা দেই। @smnawed বেশ কিছু তরূনী আজ আশপাশের ছাদে দেখা যাচ্ছে। আগে কখনও দেখেছি বলে মনে পড়ছে না। যে যার ছাদের উপরেই কোমর দুলিয়ে নেচেঁ যাচ্ছে চিকনি চামেলি, শিলা কি জাওয়ানী, উলালা উলালার সাথে। কিন্তু একি, মানুষের চোখ তো ওদিকে খুব বেশী একটা পড়ছে না!!! সবার চোখ আকাশে, ঐ ঘুড়ির দিকে।
শব্দটা বইতে মনে হয় পড়েছিলাম "ভোকাট্টা"। লোকেমুখে না, বরং মাইকে মুখে করেই শব্দটা এখন বাকাট্টা। এইমাত্র আরেকবার শুনলাম আর সঙ্গে সঙ্গে বেজে উঠল "সাদ্দা হাক, এ্যায়ত্থে রাখ"...
ঘুড়ির পর ঘুড়িতে আকাশ ছেয়ে যাচ্ছে। ওই যে সুতা, ধর ধর ধর! বরই গাছের কাঁটা বাঁশের মাথায় লাগিয়ে ঐ মাত্র কাটা ঘুড়িটার পিছনে ছুট। পুরান ঢাকায় থাকার এইত মজা।
ফটোগ্রাফারদের বলছি, চলে আসেন এখনি। অন্যরাও চাইলে আসতে পারেন... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।