আমাদের কথা খুঁজে নিন

   

পেদ্রোর হ্যাটট্রিকে বার্সার বিশাল জয়

পেদ্রো রদ্রিগেজ সব সময় মেসি-রোনালদোদের ছায়াতেই থাকেন। এমনকি দেল বস্কের তালিকায়ও তার নামটা কখনো ডেভিড ভিয়া কিংবা ফ্যাব্রিগাসদের উপরে উঠেনি। তবে পেদ্রো যে সত্যিই বিশেষ একজন এর প্রমাণ তিনি বহুবার দিয়েছেন। বার্সেলোনা এবং স্পেনকে অনেকবারই তিনি উদ্ধার করেছেন বিপদ থেকে। কিন্তু গত শনিবার পেদ্রো ছাড়িয়ে গেলেন নিজেকে।

মেসি-নেইমারদের উপস্থিতি সত্ত্বেও আলো ছড়ালেন তিনি। স্পট লাইটটা এবার তার দিকেই। পেদ্রো বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন গত শনিবার। তার দুর্দান্ত হ্যাটট্রিকেই বার্সেলোনা রেয়ো ভলকানোর বিপক্ষে মাদ্রিদ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ঘরে ফিরেছে। মেসি-নেইমার কোনো গোল করতে ব্যর্থ হলেও গোল করিয়েছেন তারা।

গোল করেছেন সেস ফ্যাব্রিগাসও। লা লিগায় জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদও। তারা ২-০ গোলে হারিয়েছে ভ্যালাদলিদকে। এ জয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ পয়েন্ট তালিকায় বার্সেলোনার সমান্তরালেই রইল। ৫ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে দুই দলই রয়েছে সমান্তরালে।

তবে গোল ব্যবধানে এগিয়ে গেছে বার্সেলোনা। কাতালানরা ৫ ম্যাচে ১৮ গোল করেছে। সমান ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ গোল করেছে ১৪টি। মেসি-নেইমারদের অনুজ্জ্বল এক রাতে সব আলো ছড়ালেন পেদ্রো। তবে নিজের সাফল্য নিয়ে তেমন কোনো আগ্রহ নেই পেদ্রোর।

বলেছেন, 'আমি দারুণ খুশি, কারণ ম্যাচটি খুব কঠিন ছিল। আর আমার বন্ধুরা আমাকে দারুণ সহযোগিতা করেছে। আমি যে গোলগুলো করেছি, এগুলো তাদেরই চেষ্টার ফসল। ' মেসি- নেইমার-জাভি-ফ্যাব্রিগাসরা একটি করে গোল করিয়েছেন। ফ্যাব্রিগাস নিজে একটি গোল করেছেন।

পেদ্রো ৩৩, ৪৭ ও ৭২ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। ফ্যাবিগ্রাস ম্যাচের ৮০ মিনিটে আরও একটি গোল করে বার্সেলোনার বিশাল জয় নিশ্চিত করেন।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।