আমাদের কথা খুঁজে নিন

   

কেনিয়ায় শপিংমলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৮

কেনিয়ার নাইরোবির ওয়েস্টগেট শপিং মলে সশস্ত্র হামলায় এ পর্যন্ত ৬৮ জন মানুষ নিহত হবার খবর পাওয়া গেছে। আহত হয়েছে ১৭৫ জন।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শপিং মলটির ভেতরে ১০ থেকে ১৫ জনের মতো জঙ্গিদের একটি দল এখনো অনেককে জিম্মি করে রেখেছে।

আজ সোমবার দেশটির সেনাবাহিনী হামলাকারীদের ধরতে শপিং মলের ভেতরে এখনো অভিযান চালিয়ে যাচ্ছে। তৃতীয় দিনে এসে যেকোন মূল্যে এই ঘটনার অবসান চান দেশটির সেনাবাহিনী।

এছাড়া প্রতিরক্ষা ও ইন্টিলিজেন্স সূত্র এএফপি'কে জানিয়েছে, এই অপারেশনে ইসরায়েলি এজেন্টরাও সহায়তা করছে।

এদিকে, দেশটির প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা বলেছেন, তার দেশ এই সংকটের মুহূর্তে ঐক্যবদ্ধ রয়েছে।

উল্লেখ্য, আল-শাবাবের সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কা-পুরুষোচিত হামলার দায়িত্ব স্বীকার করেছে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।