মুসলিম তরুণরা রাস্তায় টায়ার পুড়িয়ে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি গির্জায়ও আগুন দেয় তারা।
শুক্রবারের এসব ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছে।
মাত্র দুই সপ্তাহ আগে কেনিয়ার রাজধানী নাইরোবির অভিজাত শপিং মল ওয়েস্টগেটে মুসলিম জঙ্গিদের হামলায় অন্ততপক্ষে ৬৭ জন নিহত হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মোম্বাসায় ধর্মীয় সহিংসতা ছড়িয়ে পড়েছে।
নিহত ইমামের নাম শেখ ইব্রাহিম ওমর। বৃহস্পতিবার রাতে মোম্বাসার শহরতলীতে একটি গাড়িতে তাকে তিন সঙ্গীসহ গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
টেলিভিশনে সম্প্রচারিত চিত্রে গুলিতে ঝাঁঝড়া হয়ে যাওয়া একটি গাড়িতে মৃত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখা যায়।
নাইরোবির শপিং মল আক্রমণের পর মুসলিমদের ওপর পরিচালিত দমন অভিযানেই ওমরের মৃত্যু হয়েছে বলে তার অনুসারীদের অভিযোগ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
দাঙ্গাকারীরা প্রধান সড়ক অবরোধ করে ও ইভানজেলিক খ্রিস্টানদের একটি চার্চে আগুন ধরিয়ে দেয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদুনে গ্যাস ও গুলি ছোঁড়ে।
গুলিতে আহত চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেনীয় রেডক্রস।
দাঙ্গা শুরু হওয়ার তিন ঘণ্টা পর পরিস্থিতি শান্ত হলেও মোম্বাসাজুড়ে চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।