অনেক দিন পর আজ আবার একটি টিউন লিখছি। আমি সর্ব শেষ টিউনে দেখিয়ছিলাম কিভাবে প্রক্সি সার্ভার করতে হয়। আজ আমি তার পর থেকে শুরু করছি।
প্রক্সি সার্ভার এর প্রতিটি ক্লায়েন্ট পিসির আইপি সেই পিসির ম্যাক অ্যাড্রেস এর সাথে ফিক্সড করে দিতে হবে। তাহলে বাহির থেকে অন্য কেউ আইপি বসিয়ে নেট ইউজ করতে পারবে না।
এই কাজটা আমরা করবো IPTABLES ব্যাবহার করে।
এজন্য Terminal open করে নিচের command লিখুনঃ
# arp
ওপরের কমান্ড দিলে সার্ভার এর সাথে যুক্ত সব ক্লায়েন্ট পিসির ম্যাক অ্যাড্রেস দেখা যাবে।
এবার নিচের command লিখুনঃ
# /sbin/iptables -A FORWARD -s 192.168.1.3/32 -m mac --mac-source 00:16:17:4B:A4:32 -j ACCEPT
# /etc/init.d/iptables save
# /etc/init.d/iptables save
--------------------------------------------
এখানে আমি 192.168.1.3 টাকে 00:16:17:4B:A4:32 ম্যাক অ্যাড্রেস এর সাথে bind করেছি।
এভাবে আপনারা যতগুলো খুশি আইপি অ্যাড্রেস কে ম্যাক অ্যাড্রেস এর সাথে bind করতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।