আমাদের কথা খুঁজে নিন

   

রায়পুর ও রামগঞ্জে পল্লীবিদ্যুৎ অফিসে হামলা,ভাঙচুর

লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জে ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। এসময় রায়পুর-লক্ষ্মীপুর সড়ক ৪ ঘণ্টা অবরোধ করে খণ্ড খণ্ড মিছিলসহ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলায় গত ৩/৪ দিন ধরে ২৪ ঘন্টার মধ্যে ৩ ঘণ্টাও বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে। স্থানীয় বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের উদ্যেগে রায়পুর বাজারে সকাল ১০ টায় পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডশেডিং বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বক্তব্য রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ নুরুল আনোয়ার বাচ্চু, রায়পুর পেৌরসভার কাউন্সিলর জাকির হোসেন নোমান, বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদের আহবায়ক রোমান পাটওয়ারী প্রমুখ। মানবন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার লোক অংশগ্রহণ করে।

মানববন্ধন শেষে রায়পুর-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে তারা। দুপুরে উত্তেজিত গ্রাহকরা নতুন বাজার এলাকার পল্লীবিদ্যুৎ অফিসে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে দরজা-জানালা ও বাহিরের সীমানা প্রাচীর ভাঙচুর করে এবং গেটের সামনে টায়ারে আগুন ধরিয়ে দেয়। পরে দুপুর ২টায় রায়পুর থানার  পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে অবরোধ তুলে দেয় ।

এদিকে, একই দাবিতে রামগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসেও হামলা চালানোর খবর পাওয়া গেছে ।

বিক্ষুব্ধ গ্রাহকদের অভিযোগ,  ৩/৪ ঘণ্টা পর এক ঘণ্টা বিদ্যুতের দেখা মেলে। এতে ব্যবসা-বাণিজ্যে স্থবির, শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যাঘাত, মিল-ফ্যাক্টরির উৎপাদন ব্যাহতসহ জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এজন্য বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পল্লীবিদ্যু সমিতির জেনারেল ম্যানেজার শিবু লাল বসু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লক্ষ্মীপুরে বিদ্যুতের চাহিদার  ৩ ভাগের ১ ভাগ পাচ্ছি ।

তাছাড়া ২/৩ দিন ধরে পুরো দেশে বিদ্যুতের একই অবস্থা। আগামী ৩/৪ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি ।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, পল্লীবিদ্যু অফিস এলাকা ও শহরের প্রধান সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।