নির্মল আনন্দ পেতে এবং দিতে সাথেই থাকুন।
বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই দেশের সেরা মেধাবী হিসেবে পরিচিত। এখানে যারা পড়াশুনা করেন তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবস্থান করেন।কিছু সংখ্যক শিক্ষার্থী হলের বাইরে অবস্থান করলেও মূলত এই হলগুলোই মেধা চর্চার কেন্দ্র বলে বিবেচিত। তাই,সব শ্রেণি-পেশার মানুষেরই বিশ্ববিদ্যালয়ের হল গুলো নিয়ে জানার আগ্রহ থাকে।
তাই,আসুন,আজকে আমরা সংক্ষেপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সাথে পরিচিত হয়ে নেই
১) অমর একুশে হল
প্রভোস্টঃপ্রফেসর ডঃ এম.এ. মালেক
২) জগন্নাথ হল
প্রভোস্টঃডঃ অসীম সরকার
৩)সলিমুল্লাহ মুসলিম হল
প্রভোস্টঃপ্রফেসর ডঃ গোলাম মোহাম্মাদ ভূঁইয়া
৪) শহীদুল্লাহ হল
প্রভোস্টঃপ্রফেসর ডঃ মোঃআজিজুর রহমান
৫) ফজলুল হক মুসলিম হল
প্রভোস্টঃপ্রফেসর ডঃ মোঃ হারুনুর রশীদ
৬)জহিরুল হক হল
প্রভোস্টঃপ্রফেসর ডঃ মোঃ দেলোয়ার হোসেন
৭)রোকেয়া হল
প্রভোস্টঃডঃ নাজমা শাহিন
৮)স্যার পি.জে. হার্টজ ইন্টারন্যাশনাল হল
প্রভোস্টঃ মোঃ লুৎফুর রহমান
৯)সূর্যসেন হল
প্রভোস্টঃ ডঃ এ.এস.এম মাকসুদ কামাল
১০) হাজী মোঃ মহসিন হল
প্রভোস্টঃ প্রফেসর আলী আক্কাস
১১)সামসুন্নাহার হল
প্রভোস্টঃ মিসেস সাজেদা বানু
১২)কবি জসিমউদ্দিন হল
প্রভোস্টঃ ডঃ মোঃ আখতারুজ্জামান
১৩)স্যার এ.এফ রহমান হল
প্রভোস্টঃ প্রফেসর ডঃ আজিজুর রহমান
১৪)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
প্রভোস্টঃ ডঃবাইতুল্লাহ কাদেরি
১৫)মুক্তিযুদ্ধা জিয়াউর রহমান হল
প্রভোস্টঃ প্রফেসর এ.বি.এম ফারুক
১৬)বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল
প্রভোস্টঃ প্রফেসর ফরিদা বেগম
১৭)বেগম ফযিলাতুন্নেসা মুজিব হল
প্রভোস্টঃ প্রফেসর ডঃ গুলশান আরা লতিফা
১৮)আইবিএ হোস্টেল
প্রভোস্টঃ ডঃ মহিউদ্দিন আহমেদ
১৯) কবি সুফিয়া কামাল হল
প্রভোস্টঃ ডঃ মিসেস নিলুফার নাহার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।