আমাদের কথা খুঁজে নিন

   

রাজৈরে কলেজ ছাত্রী ও তার মার উপর এসিড নিক্ষেপ

মাদারীপুরের রাজৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে এক কলেজ ছাত্রীকে এসিড দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা পাঠিয়ে দিয়েছে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে গোবিন্দপুর গ্রামে সৌদী প্রবাসী সিরাজুল ইসলামের ঘরে টিনের বেড়া কেটে প্রবেশ করে ঘুমন্ত মাবিয়া আখতার মিতুর(১৮) উপর রাত ৪ টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এসিড ছুড়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে যায় মিতুর শরীরের বেশ কিছু অংশ। এসময় পাশে শুয়ে থাকা মা নাসিমা আখতারও দগ্ধ হয় ।

 
পরিবারের লোকজন গুরুতর আহত মিতুকে রাজৈর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মিতুকে উন্নত চিকিত্সা দেয়ার জন্য দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দেয়। মাবিয়া আখতার মিতু রাজৈর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের  ছাত্রী ।  
 
নাসিমা আখতার জানায়, দুবৃত্তরা এসিড নিক্ষেপের পুর্বে ঘরের সব বৈদ্যুতিক বাতি খুলে নেয়। রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি অফিসার পাঠিয়েছি বিষয়টি জানার জন্য।

এখন পর্যন্ত মিতুর পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।