আমাদের কথা খুঁজে নিন

   

রাজৈরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে তন্বী বালা (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

আজ সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানায়, দক্ষিণপাড়া গ্রামের আশিষ বালার স্ত্রী তন্বী বালাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়া হয়। রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত তন্বী বালার চাচাতো ভাই সজল বালা জানান, গতকাল রাত ৮টার দিকে আমরা বাড়ির সবাই একসাথে বসে গল্প করছিলাম। রাত ১০টার দিকে বাড়ির লোকজনের চিত্কার শুনে গিয়ে দেখি তন্বীকে ওরা মেরে ফেলেছে।

রাজৈর সদর উপজেলার নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস বলেন, আমি রাতেই শুনেছি মেয়েটিকে ওরা মেরে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে।

রাজৈর থানার এসআই জসিমউদ্দিন জানান, লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি আত্মহত্যা না হত্যা খতিয়ে দেখছে পুলিশ। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।