আমাদের কথা খুঁজে নিন

   

ইসকোর প্রশংসায় জিদান

এবারের গ্রীষ্মকালীন দলবদলে তিন কোটি ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে স্পেনের আরেক ক্লাব মালাগা থেকে রিয়ালে যোগ দিয়েছেন ২১ বছর বয়সী ইসকো। দৃষ্টিনন্দন খেলা দিয়ে অল্প সময়ের মধ্যে সমর্থকদের মনও জয় করে নিয়েছেন তিনি। লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে তার গোল চারটি, যা ক্রিস্টিয়ানো রোনালদোর সমান। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে গালাতাসারাইয়ের বিপক্ষে রিয়ালের ৬-১ গোলের বিশাল জয়েও একটি গোল ছিল ইসকোর। এই তরুণ প্রতিভার খেলা মুগ্ধ করেছে আনচেলত্তিকেও।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কয়েকটা ম্যাচ খেলার পর জিদানের সঙ্গে তুলনা ইসকোর জন্য খারাপ নয়। দুজনের সামর্থ্য ও মানসিকতায় অনেক মিল আছে। ” বর্তমানে রিয়ালের সহকারী কোচের দায়িত্বে থাকা জিদানকে এ নিয়ে প্রশ্ন করে ইতিবাচক উত্তরই পেয়েছেন আনচেলত্তি। এ প্রসঙ্গে রিয়ালের কোচ জানান, “আমি তাকে (জিদানকে) জিজ্ঞেস করেছিলাম ইসকো এখনই তার মতো ভালো ফুটবলার কিনা। এই প্রশ্নের জবাবে জিদান বলেন, ‘না, এখনো নয়।

তবে ভবিষ্যতে সে আমার কাছাকাছি মানের ফুটবলার হতে পারবে’। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.