আমাদের কথা খুঁজে নিন

   

নাজিরপুরে এমপির ওপর যুবলীগ ছাত্রলীগের হামলা

পিরোজপুরের নাজিরপুরে গণসংযোগ করতে এসে যুবলীগ-ছাত্রলীগের হামলার শিকার হন পিরোজপুর-২ আসনের সরকারদলীয় এমপি অধ্যক্ষ শাহ আলম। এ ঘটনায় এমপি নিরাপদ থাকলেও আহত হয়েছেন তার সফরসঙ্গী এক ইউপি চেয়ারম্যানসহ কমপক্ষে ১৫ জন। অবশ্য এমপি শাহ আলমের দাবি হামলায় ২০-২৫ জন আহত হয়েছেন।

জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পিরোজপুর- ২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম তার অনুসারীদের নিয়ে ট্রলারে গণসংযোগ করতে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি লঞ্চ ঘাটে যান। সেখানে পৌঁছে এমপি শ্রীরামকাঠি বাজারে ওঠার পরে তার সঙ্গে আসা কয়েকটি ট্রলারে নাজিরপুর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের একটি গ্রুপ অনবরত ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এতে নেসারাবাদ উপজেলার সারেংকাঠি ইউনিয়নের চেয়ারম্যান মো. সায়েমসহ ১৫ জন আহত হন। এমপি জানান, তিনি লঞ্চঘাটে পৌঁছার পরে তার সঙ্গে থাকা লোকজনের ওপর নাজিরপুর যুবলীগের সাধারণ সম্পাদক খোকন কাজী দলবল নিয়ে হামলা চালায়। এতে ২০-২৫ জন আহত হয়েছে। তবে কি কারণে বা কেন এ হামলা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান। এক সংবাদ সম্মেলনে এমপি শাহ আলম এ ঘটনার নিন্দা ও বিচার দাবি করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক জানান, সংসদ সদস্য শাহ আলম ১০টি ট্রলারের বহর নিয়ে শ্রীরামকাঠি বন্দরে আসেন। সেখানে স্থানীয় লোকদের সঙ্গে কথাকাটাকাটি হলে তিনি গণসংযোগ না করেই ফিরে যান। তবে সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।