আমাদের কথা খুঁজে নিন

   

নাজিরপুরে আশ্রমের প্রতিমা ভাংচুর

পিরোজপুরের নাজিরপুরে আশ্রমের প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

গতকাল রাতের যে কোন সময় দুর্বৃত্তরা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী এলাকায় শ্রী শ্রী প্রনব আশ্রমের মঠে থাকা স্বরস্বতী ও কালি প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে।

আজ সকালে বিষয়টি দেখতে পায় এলাকাবাসী।

ভীমকাঠী প্রনব আশ্রমের মঠ মানবকল্যান সংঘের সাধারন সম্পাদক নিত্যানন্দ হালদার জানান, প্রনব মঠের কিছু অংশ দেয়াল ও কিছু অংশ টিন দিয়ে ঘেরা। সামনের দিক আটকানো।

গতকাল রাতে কেউ দেয়াল টপকিয়ে ভিতরে ঢুকে স্বরস্বতী ও কালি প্রতিমার মাথা ভেঙ্গে নিচে  ফেলে রেখে যায়। তিনি বলেন উত্তেজনা সৃষ্টির জন্য দুর্বৃত্তচক্র এ কাজ করেছে বলে আমার ধারনা।

শ্রী শ্রী প্রনব মঠের  ননীবালা জানান, আজ সকাল ৮ টার দিকে মঠে গিয়ে স্বরস্বতী ও কালী প্রতিমার মাথা দুটি ভাঙ্গা দেখতে পেয়ে বিষয়টি পুরোহিতকে জানায় তিনি।

 নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আঃ খালেক হাওলাদার বলেন, বিষয়টি রহস্যজনক, তদন্ত করা হচ্ছে। খবর পেয়ে দুপুরে পিরোজপুরের পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান নাজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে ও র্যাব কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।