আমাদের কথা খুঁজে নিন

   

ক্রেমলিন [রাশিয়া]

ক্রেমলিন রাশিয়ার রাষ্ট্রপতির সরকারি বাসভবন। ঐতিহাসিক গুরুত্বের জন্য ক্রেমলিন দুর্গটি মস্কোর সেরা আকর্ষণের একটি। বিশ্বের অন্যতম সামরিক ক্ষমতাধর সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রাণকেন্দ্র ছিল এটি। এখন রাশিয়ার রাষ্ট্রপতির বাসভবন হওয়ায় আবার নতুন করে বিশেষ মর্যাদায় আসীন হয়েছে ক্রেমলিন। এটি মস্কো নদীর তীরে অবস্থিত।

প্রাচীনকালে এটি মস্কোর দুর্গ হিসেবে পরিচিত ছিল। ক্রেমলিনে মোট চারটি আলাদা আলাদা প্রাসাদ রয়েছে। এর মধ্যে ক্রেমলিন প্রাচীর এবং ক্রেমলিন টাওয়ারও রয়েছে। ইভান এই ক্রেমলিন নির্মাণের প্রাথমিক কাজটির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি মস্কোর ক্রেমলিনে হেলিপ্যাড নির্মাণের কাজ শেষ হয়েছে।

রুশ রাষ্ট্রপতি মিগ-৮ হেলিকপ্টারে চড়ে এখন খুব সহজেই ক্রেমলিনে যেতে পারেন। ভবনটির ঐতিহাসিক গুরুত্ব থাকায় এর গায়ে কোনো বিশেষ সংবেদক যন্ত্র বসানো হয়নি। মাত্র কয়েকদিন আগেই খবর এসেছিল ক্রেমলিন উড়িয়ে দিতে চেয়েছিলেন নেপোলিয়ন। এসব আলোচনার কারণেই ক্রেমলিন বিশেষ গুরুত্ব বহন করে। আমেরিকার সঙ্গে স্নায়ুযুদ্ধের সময় ক্রেমলিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

এখনো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য বিশ্বের মানুষ তাকিয়ে থাকে ক্রেমলিনের দিকে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।