আমাদের কথা খুঁজে নিন

   

‘অপারেশন পে-ব্যাক’ নামে শুরু হয়েছে সাইবার যুদ্ধ, অ্যাসাঞ্জকে নোবেল দেয়া উচিৎ : ক্রেমলিন

আর কেন সম্মেহন-এ পাপ, থাক- ‘বেদনা আমারি থাক’
একের পর এক কূটনৈতিক তথ্য ফাঁস করে বিশ্বমিডিয়ায় আলোচিত উইকিলিকসের সমর্থকরা এবার ‘অপারেশন পে-ব্যাক’ নামে শুরু করেছে নতুন সাইবার যুদ্ধ। এ যুদ্ধের প্রধান টার্গেট হলো সুইডেন সরকার, আমেরিকার রিপাবলিকান নেতা সারাহ পালিনসহ বিভিন্ন ক্রেডিট কার্ড কোম্পানি। এরআগে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তারের প্রতিবাদে সুইডিশ কৌঁসুলি ও ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ডসহ বিভিন্ন কর্পোরেট ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে তার সমর্থকরা। এছাড়া বৃহস্পতিবার অষ্ট্রেলিয়ার ব্রিসবেন স্কয়ারে এক শোভাযাত্রার আয়োজন করে অ্যাসাঞ্জের সমর্থকরা। এদিকে অ্যাসাঞ্জকে নোবেল পুরস্কার দেয়া উচিত বলে মন্তব্য করেছে ক্রেমলিন।

সূত্র : বিবিসি, রয়টার্স, এএফপি, ডেইলি মেইল, এবিসি নিউজ আমেরিকার কয়েক লাখ গোপন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলা ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ মঙ্গলবার লন্ডন পুলিশের কাছে ধরা দেয়ার পর ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে অ্যাসাঞ্জের জামিন নামঞ্জুর করে বৃটেনের আদালত। সুইডেনে যৌন অপরাধের অভিযোগে মঙ্গলবার তাকে সাত দিনের রিমান্ডেও নেয়া হয়। এরপরই সুইডিশ কৌঁসুলির ওয়েবসাইটসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে সাইবার হামলা চালানো হয়। টুইটারে এক বার্তায় কোনোরকম সেন্সরশিপ ও গোপনীয়তাবিরোধী একটি দল জানিয়েছে, ‘ডব্লিউ ডব্লিউ ডব্লিউ মাস্টারকার্ড ডটকম বন্ধ হয়েছে।

এটি নিশ্চিত। ’ তবে মাস্টারকার্ড বলেছে, তাদের কর্পোরেট ওয়েবসাইটগুলো সমস্যার মুখে পড়লেও মাস্টারকার্ড ডটকম সাইটটি এখনো ব্যবহারকারীদের জন্য খোলা রয়েছে। উইকিলিকস পরিচালনার খরচ আসে মূলত ভিসা বা মাস্টারকার্ড-এর মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া অর্থ থেকে। কিন্তু মঙ্গলবার থেকে ভিসা কর্তৃপক্ষ উইকিলিকসের নামে আসা টাকা আর না ছাড়ার সিদ্ধান্ত নেয়। আর এর ফলেই এ প্রতিষ্ঠানটির ওপর হামলা চালিয়েছে উইকিলিকস।

এরআগে অ্যাসাঞ্জ’র খোলা একটা অ্যাকাউন্ট বন্ধ করে দেয় সুইস ডাক বিভাগের ব্যাংকিং শাখা। এ ব্যাপারে সুইডিশ বিচার কর্তৃপক্ষ জানিয়েছে, এ সাইবার হামলার কথা ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে। ওয়েবসাইটগুলোর নিরাপত্তার জন্য পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশের সাইবার বিশেষজ্ঞ টিম। এরআগে যৌন নিপীড়নের অভিযোগে অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডিশ কর্তৃপক্ষ। তবে ওই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে অ্যাসাঞ্জ বলে আসছেন, এ সব তার বিরুদ্ধে ষড়যন্ত্র।

লন্ডন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, ‘অনৈতিক বলপ্রয়োগের একটি ধারা, যৌন নিপীড়নের দুইটি ধারা ও ধর্ষণের একটি ধারায় সুইডিশ কর্তৃপক্ষ অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এ অপরাধগুলোর সবকয়টি ২০১০ সালের অগাস্টে ঘটেছে। ’ মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নোবেল পুরস্কার দেয়া উচিৎ বলে মন্তব্য করেছে ক্রেমলিন। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে একথা জানিয়েছে ক্রেমলিনের একটি সূত্র।

সূত্র জানায়, ক্রেমলিনের মতে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উচিৎ কীভাবে জুলিয়ান অ্যাসাঞ্জকে সাহায্য করা যায় তার উপায় নিয়ে ভাবা। সম্ভবত এ উপায়গুলোর একটি হতে পারে ‘তাকে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা। অ্যাসাঞ্জের গ্রেপ্তারেও অপ্রতিরোধ্য উইকিলিকস থামছেনা উইকিলিকস। এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেপ্তার করার পরেও পুরো উদ্দ্যমে চলছে তথ্য ফাঁস। এরইমধ্যে উইকিলিকসের ওয়েবসাইট বেশ কয়েকবার বন্ধকরে দেয়া হয়েছে।

বন্ধ করা হয়েছে এর আর্থিক উৎসগুলোও। তবুও কোনো কিছুই উইকিলিকসকে আটকাতে পারছেনা। তাইতো এখনও ফাঁস হচ্ছে আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য বিব্রতকর গোপন সব কূটনৈতিক তথ্য। অ্যাসাঞ্জের সমর্থনে অষ্ট্রেলিয়ায় শোভাযাত্রা অষ্ট্রেলিয়ার ব্রিসবেন স্কয়ারে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সমর্থনে বৃহস্পতিবার এক শোভাযাত্রার আয়োজন করে সোস্যালিস্ট অলটারনেটিভ নামের একটি সংস্থার সদস্য জেসিকা পেইন। শোভাযাত্রায় অ্যাসাঞ্জের বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ না দিতে অষ্ট্রেলিয়া সরকারের প্রতি আহবান জানানো হয়।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।