জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির প্রতি যে অনাস্থা আবেদন করেছিলেন তা খারিজ করে দিয়েছে আদালত। আচ বৃহস্পতিবার আদালত ওই আবেদন খারিজ করে দেয়। আবেদনে বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ট্রাইব্যুনাল-১ এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমকে আপিল বিভাগে নিয়ে আসার প্রলোভন দেখানোর অভিযোগ আনা হয়।
আবেদনে দেলাওয়ার হোসাইন সাঈদী আশঙ্কা প্রকাশ করেন যে, তার মামলায় ওই দুই বিচারপতির অংশগ্রহণ ন্যায়বিচার ব্যাহত করবে। তাই বিচারকার্য থেকে ওই দুই বিচারপতিকে বিরত রাখার জন্য আবেদনটি করা হয় বলে জানান আইনজীবী শিশির মোহাম্মদ মুনীর।
সাঈদীর পক্ষে তার আইনজীবী শিশির মোহাম্মদ মনির এই অনাস্থার আবেদন করেন। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তিনি প্রধান বিচারপতি বরাবর আবেদনটি জমা দেন।
সাঈদীর অনাস্থা জ্ঞাপন করা দুই বিচারপতি হলেন, বিচারপতি এস কে সিনহা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।