The only person u should try to be better than, is the person u were yesterday.
নতুন ওয়েবসাইট খুলতে যাচ্ছি। একটা দুইটা না, অনেকগুলাই। এসব ওয়েবসাইটের মধ্যে কিছু থাকবে ব্লগপোষ্টে, আর কিছু থাকবে স্বতন্ত্র। তাই এসব সাইটের কনটেন্ট আপ এর জন্য (আইটি এক্সপার্ট হওয়ার দরকার নাই, কপি পেষ্ট, ইংলিশ এ কিছুটা দক্ষ, আর রাইটিং স্কিল এ দক্ষতাসম্পন্ন)। কি কি ক্যাটাগরিতে ওয়েবসাইট খুলতে যাচ্ছি, তা এখনো ঠিক না করলেও 'এন্ড্রয়েড গেমইস এবং এপ্যাস', টিউটোরিয়াল বেইসড সাইটস অথবা ইউজাররা ডাউনলোডরে সুবিধা পাবে এরকম কনসেপ্ট নিয়ে সাইট বিল্ডিং এর কথা ভাবছি।
আমি জানি আমার মতো অনেকেই আছেন যারা এ বিষয়ে আগ্রহী, কিন্তু কোনো না কোন সমস্যার সমক্ষীন হয়ে কাজটা আগাতে পারছে না। যেমন ধরুন একজনের হাতে অনেক সময় আছে, ইন্টারনেট কানেকশন ও আছে, কিন্তু লো স্পিড থাকায় কোনো ফাইল আপলোড-ডাউনলোড করতে পারছে না। কিন্তু সে চায় অনলাইন একটা সাইট থাকবে যেখান থেকে মানুষ ফ্রীতে কনটেন্ট ডাউনলোড করবে আর যা থেকে কিছু টাকা আয় হবে। আবার আমার মতোও কেউ কেউ আছেন যাদের কিনা কনটেন্ট আপলোড-ডাউনলোড এর সমস্যা না থাকলেও সময়ের অভাবে শুরু করতে পারছেন না। আবার এমনও অনেকে আছেন, যাদের কোন সমস্যা না থাকলেও পিছন থেকে ঠেলা দেওয়ার মানুষের অভাবে একটু একটু এগিয়েই থেমে যেতে হচ্ছে (ওদের জন্য আমার কথা হচ্ছে "কসম বাংলার মাটি, পিছন থাইক্কা আমি ঠেলা দিমু)।
এই তিন গ্রুপের কোন একজনকে বিজনেস পার্টনার হিসাবে পেলে আমার জন্য সুবিধা হয়।
আমি যা যা করতে পারবোঃ
আমি বর্তমানে একটি আইটি কোম্পানিতে আছি। তাই সেরকম সময় সাইটের পিছনে দিতে পারবো না। তারপরও কিছু বিষয়ে কাজ করতে পারবো। যেমন পেইজের ডিজাইন, কনসেপ্ট, ফাইল আপলোড করা (যত টেরাবাইট ফাইলস ই হোক না কেন, আপলোড করা আমার জন্য বিষয় না ), ইত্যাদি।
পার্টনারকে যা করতে হবেঃ
১। সাইটের কনটেন্ট সাজাতে হবে (আপলোড করা ফাইল থেকে)
২। ফেইসবুক পেইজ মেন্টেন্ট করতে হবে
৩। সোশ্যাল মিডিয়া গুলোতে পাবলিশ করতে হবে
৪। আমাকে ডিরেকশন দিবে নিজ উৎসাহে যে আমাকে কি করতে হবে, কি আপলোড করতে হবে, কি ডাউনলোড করতে হবে, সাইটের ডিজাইন কেমন হলে ভালো হয়, আর কাজ না করলে আমাকে ধমকের উপর রাখবে ইত্যাদি।
৫। সাইট সংক্রান্ত নতুন কোন বিজনেস আইডিয়া থাকলে তা নিয়ে ব্যাপকভাবে আলোচনা করবে।
কেন শুরু করতে যাচ্ছিঃ এই ধরনের সাইটের ডেভলপমেন্ট এর জন্য প্রতিদিন সময় দেওয়া লাগে না। আর পার্টনার থাকলে তো কথাই নেই কাজ ভাগ করে আরামসে সাইট রান করা সম্ভব। আর যেহেতু এতে আমাদের আর্থিক মূলধন লাগছে না, তাই আস্তে ধীরে অন্যান্য অনেক কাজের পাশাপাশি কাজ করা সম্ভব।
টাকা কিভাবে আসবেঃ টাকা কিভাবে আসবে ঐটা তারা এরই মধ্যে জানে যারা কিনা বাধার সম্মখীন হয়ে এই লাইনে বিসনেস শুরু করতে পারছে না। তারপরও আমি বলছি, টাকা আসবে গুগল এডসেন্স থেকে, ডাউনলোড লিঙ্কের এড ফ্লাই থেকে। (এখন আবার জিগাইয়েন না, টাকা কেমতে উঠামু ?) আর যদি এন্ড্রয়েড গেইমস সেলিং টাইপের সাইট শুরু করা হয় তাহলে তা ঢাকা শহরের গেম পিপাসুদের কাছে বিক্রি করেও নগদ টাকা আয় করা সম্ভব। তাই উপায় আছে অনেকই শুধু দরকার স্বদিচ্ছা। আর এসব সাইট তৈরি করা ছাড়াও আয় করা সম্ভব।
কিভাবে সম্ভব জানেন ? জানবেন এবং আমকেও জানাবেন... তার আগে আমাকে আওয়াজ দেন..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।