আরে ভাই আসুন এই সব ধারনা ভুলে যাই। গুগল আডসেন্স ছাড়াও অনেক ভাবে আয় করা যাই।
গুগল আডসেন্স বিদেশের সার্ভিস আসুন আজ আমরা আমাদের বাংলাদেশি সাইট থেকে কিভাবে আয় করব তা জেনে নিয়।
বাংলাদেশি যে সাইট এর কথা বলব সেটি হল<a href="http://adsgem.com" title="ADSGEM"></a>
১.প্রথমে এখানে গিয়ে রেজিস্ট্রেশান করুন<a href="http://adsgem.com/user/registration" title="Registration"></a>
নিচের মত একটা পেজ আসবে সব গুলো পূরণ করুন
২. আপনার মেইল এ একটা কনফার্ম মেইল যাবে সেখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট টা কনফার্ম করে নিন
৩. লগইন করুন
নিচের মত দেখতে পাবেন
৩. এবার Site এ ক্লিক করুন
৪. AD new site এ ক্লিক করুন
৫. আপনার নিজের সাইট অ্যাড করুন তারপর Code এ ক্লিক করুন তাহলে এমন দেখতে পাবেন
৬. কোড টি কপি করুন এবং আপনার সাইট এ গিয়ে তা পেস্ট করুন।
আপনার কাজ শেষ।
আপনার সাইট এর VISITER যখন ক্লিক করেবে আপনার এড এর উপর তখন থেকে আয় হতে থাকে
১. ১ ক্লিক= ০.০০৪$
২. ১$ হলে টাকা তুলতে পারবেন।
৩. বিকাশ,রিচার্জ,মানিবুকারস,পেপাল,ব্যাংক এ টাকা নিতে পারবেন।
৪. ২৪/৭ সাপোর্ট
৫. সব ক্লিক কাউন্ট করে।
৬. ১০০% ফিল রেট।
৭. অ্যাকাউন্ট BANNED করেনা।
৮.লাইভ ড্যাশবোর্ড।
৯. টাকা Payout এর জন্য Request করলে ৭ দিনের ভিতর টাকা পাওয়া যাই।
আরে ভাই আজ আমাদের দেশ এত পিছিয়ে কেন জানেন?
কারণ আমাদের নিজের দ্রব্য বাদ দিয়ে বিদেশি দ্রব্য ব্যবহার করা। তারপরেও কথা থাকে তাদের জিনিস আর আমাদের জিনিস এক হয়না। কিন্তু আমরা যদি সবাই আমাদের নিজের জিনিস ব্যবহার করি তবে ওদের থেকে ভাল জিনিস একদিন আমরাও বানাতে পারব।
কমেন্ট করবেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।