আবীর শাকরান মাহমুদ
For better view: Click This Link
ছবিটি তোলা সিলেটে। জাফলং যাওয়ার পথে হাইওয়ের পাশেই পাহাড়-টিলা, চা বাগান আর ঝর্ণাধারার সন্নিবেশে জায়গাটি। ঝর্ণা দেখতে গিয়েই হঠাৎ পাহাড়ের ঢালে ভেড়াগুলোকে দেখলাম। সবুজের মাঝে হালকা বাদামী কালারটা বেশ ভাল্লাগছিল। ল্যাপটপে উবুন্টুর একটা ওয়ালপেপার ছিল এই টাইপের।
তাই শাটার টিপতে আর দেরি করিনি। বৃষ্টি হচ্ছিল তখন। এক হাতে ছাতা ধরে মনমত মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দী করা দেখলাম কম কষ্ট না।
পাশেই কিছু শ্রমিক চা বাগানে কাজ করছিল। দূরে হচ্ছিল গুড়িগুড়ি বৃষ্টি।
মেঘের আড়ালে যে পাহাড় দেখা যাচ্ছে, ওটা কিন্তু বাংলাদেশের নয়, ইন্ডিয়ার। পাহাড়টাই দেশের সীমান্ত। যদিও বুঝা যাচ্ছে না, কিন্তু, এই দুই পাহাড়ের মাঝের উপত্যকার ব্যাপ্তি কিন্তু কম নয়। ডেপথ অফ ফিল্ড আরেকটু বেশি হলে দূরের পাহাড় আর বৃষ্টির ফোঁটাগুলো আরো স্পষ্ট আসত। এর আগের ছবিটাতেই এক ফ্রেন্ডের পোর্ট্রেট তুলেছিলাম।
সাথে সাথে পাশেই ভেড়াগুলোকে দেখে সাডেন স্ন্যাপ নিতে গিয়ে ছবিটাতে আর এপারচার চেঞ্জ করা হয়নি। ছবিটি তোলার পর প্রসেসিংয়ের সময় বুঝলাম, এপারচার একটু কম হয়ে গিয়েছে।
বৃষ্টি, মেঘ, পাহাড়, ঝর্ণা, বাগান, ক্যামেরা! বাহ! আর কী লাগে!!!
আবীর শাকরান ফটোগ্রাফি
৫ জুলাই, ২০১৩
জাফলং, সিলেট
ফেসবুক লিঙ্কঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।