বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) নিবন্ধিত না করার জন্য নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা ও বিএনপির সাবেক নেতা নাজমুল হুদা।
প্রধান নির্বাচন কমিশনারের কাছে লেখা এই আবেদনপত্রটি তিনি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের কাছে হস্তান্তর করেন।
নাজমুল হুদা সাংবাদিকদের বলেন, ‘আমি এখন দলটিতে নেই। আমি বিএনপিতেই আছি। বিএনএফের আহ্বায়ক হিসেবে বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্তি দূর করতে দলটিকে বিলুপ্ত ঘোষণা করেছি। ইসিকেও নিবন্ধন না দিতে অনুরোধ করছি।’
বিএনপির নেতা নাজমুল হুদা আরও জানান, বিএনএফের কোনো কমিটিতেই না থাকায় তাঁর আবেদন বিবেচনায় নেওয়া হবে কি না, তা ইসির ওপর নির্ভর করছে। তিনি নিজেকে বিএনপির প্রাথমিক সদস্য বলে দাবি করেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।