বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টকে (বিএনএফ) নিবন্ধন দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কয়েকদিনের মধ্যে এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। গণবিজ্ঞপ্তি জারির পর বিএনএফ-এর নিবন্ধনের ব্যাপারে কারও আপত্তি থাকলে তা নির্বাচন কমিশনে জানানো যাবে। আপত্তি গ্রহণযোগ্য না হলে দলটির নিবন্ধন পাবে।
বিএনএফকে নিবন্ধন দেওয়ার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের বলেন, বিএনএফ-এর ব্যাপারে কারও কোনো আপত্তি আছে কি না, তা জানতে যে কোনোদিন গণবিজ্ঞপ্তি জারি করা হবে। এরপর তাদের নির্ধারিত প্রতীক থেকে একটি বেছে নিতে হবে।
কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে বিএনএফ টেলিভিশন প্রতীকের জন্য আবেদন করেছে।
জাবেদ আলী আরও জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত নতুন করে ভোটার হওয়া যাবে। কিন্তু ভোটার স্থানান্তরের কাজ আজ থেকে বন্ধ হয়ে গেছে।
চলতি মাসেই ভোটার তালিকা চূড়ান্ত করার কাজ শেষ হবে। তাই স্থানান্তরের কাজ বন্ধ করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।