পূর্বসূরির মতোই জীবন দিতে হলো যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টুকে। গতকাল বিকালে সিংহঝুলি ইউপি কার্যালয়ের কাছে শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে।
জিল্লুর রহমান মিন্টু চৌগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিউর রহমানের ছেলে। এর আগে ২০০২ সালের ২৪ জুলাই সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চৌগাছা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন আশাকেও হত্যা করেছিল দুর্বৃত্তরা।
এলাকাবাসী জানায়, গতকাল দুপুরে সিংহঝুলি শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মিন্টু।
অনুষ্ঠান শেষে বেলা পৌনে ৩টার দিকে তিনি বিদ্যালয় থেকে বের হলে দুই দুর্বৃত্ত কাছ থেকে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহতাবস্থায় মিন্টুকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় একটি ও বুকে দুটি গুলি বিদ্ধ হয় বলে জানা গেছে। খবর পেয়ে জেলা পুলিশের ঊধর্্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
চৌগাছা থানার ওসি গোলাম রহমান বলেন, খুনিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান অব্যাহত রেখেছে।
কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, খুনিদের ধরতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে ও অভিযান চালানো হচ্ছে। অল্প সময়ের মধ্যেই তাদের আটক করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, ২৪ সেপ্টেম্বর রাতে আশা হত্যা মামলার আসামি সিংহঝুলি ইউনিয়ন যুবদলের কর্মী আতিয়ার রহমানকে অজ্ঞাত দুর্বৃত্তরা হত্যা করে।
এর দুই দিনের মাথায় খুন হলেন সিংহঝুলি ইউপি চেয়ারম্যান মিন্টু। পাল্টাপাল্টি এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন অনেকেই। চৌগাছা থানার ওসি গোলাম রহমান এ ব্যাপারে বলেন, সব বিষয়েই তদন্ত করে দেখা হবে।
চৌগাছায় হরতাল ডেকেছে আওয়ামী লীগ: ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু হত্যার প্রতিবাদে গতকাল সন্ধ্যায় চৌগাছায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশ থেকে উপজেলায় আজ শুক্রবার হরতাল আহ্বান করা হয়েছে। এদিকে মিন্টু হত্যার প্রতিবাদে সন্ধ্যায় যশোর শহরে বিক্ষোভ করে ছাত্রলীগ।
বিক্ষোভকারীরা শহরের দড়াটানা চত্বরে বিএনপির একটি তোরণে অগি্নসংযোগ করে। এটি ছিল আগামীকাল শনিবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যশোর আগমন উপলক্ষে নির্মিত তোরণের একটি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।