আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রসিক

Rhapsody in August (1991) IMDb rating: 7.2 Genre: Drama Director: Akira Kurosawa Writer: Akira Kurosawa আকিরা কুরোসাওয়া, চলচ্চিত্র জগতে আরেক নক্ষত্রের নাম। এই জাপানী পরিচালক অসংখ্য সুন্দর সৃষ্টি করেছিলেন যাদের মধ্যে অন্যতম হলো এই “ড়াপসডি ইন অগাস্ট”। চলচ্চিত্রটির কাহিনী মূলত বিশ্বযুদ্ধ্য পরবর্তি জাপানের তিন প্রজন্মের মানুষদের আনবিক বোমা হামলার প্রতিক্রিয়া নিয়ে তৈরি। ১৯৯১ সালে মুক্তির পর চলচ্চিত্রটি ঘিরে মিশ্র প্রতিক্রিয়া শোনা যায়। অনেকে আনবিক বোমাকেও একটি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেন, অনেকে আবার আকিরা কুরোসাওয়ার সমালোচনাও করেন, তারা বলেন কুরোসাওয়া এই চলচ্চিত্রটির মাধ্যমে জাপানের বিশ্বযুদ্ধ্যকালীন বর্বরতাকে অস্বীকার করেছে।

কিন্তু কুরোসাওয়া বলেন যুদ্ধ্য হয়েছিল একদেশের সরকারের সাথে আরেকদেশের সরকারে, জনগনের মধ্যে নয়। “কেন” একজন “হিবাকুশা” (আনবিক বোমা হামলায় বেঁচে যাওয়া মানুষ), যিনি ১৯৪৫ সালে আনবিক বোমা হামলায় তার স্বামীকে হারান, তার নাতি-নাত্নিরা যারা বিশ্বযুদ্ধ্য পরবর্তি ৩য় প্রজন্মের, আনবিক বোমা হামলার সেই ইতিহাস সম্পর্কে তেমন কিছুই জানে না, ওরা জানে না কিভাবে ওদের দাদা নিহত হন কারণ ওদের বাবা-মা কখনই সেই ইতিহাস সম্পর্কে কিছু বলেনি। ক্লার্ক- কেন-এর ভাই এর ছেলে যার আমেরিকায় জন্ম হয়েছে, তার বাবা মারা যাবার পর জাপানে বেড়াতে আসে এবং সেও তখন কেন-এর কাছে সেই ইতিহাস জানতে পারে। মুভিটির শেষ দৃশ্যটি খুবই দারূন যেখানে দেখা যায় হঠাত আকাশ-গর্জনের শব্দে কেন পাগলের মত আচরন শুরু করে, কিন্তু অন্যরা কেউ বুঝতে পারেনা কেন-এর কি হয়েছে। আসলে মেঘের গর্জনের শব্দে কেন-এর এখনোও মনে হয় এই বুঝি আবারও আনবিক বোমা হামলা হচ্ছে.................. মুভিটি দেখার পর আমার মনে হয়েছে আমরাও আমাদের মুক্তি-যুদ্ধের ইতিহাস এভাবেই অবহেলা করি, মুক্তি যুধ্য আমাদের কাছে অনেকটা সেকেলে গল্প কেবল!!!! ধীর গতির মুভিটি অনেকের কাছেই বিরক্তিকর লাগতে পারে, শুরুতে আমারও তাই মনে হয়েছিল কিন্তু যতই মুভিটি শেষের দিকে গিয়েছে ততই ভালো লাগতে শুরু করে............আশা করি আপনাদেরও কিছুটা হলেও ভালো লাগবে।

IMDb লিঙ্কঃ http://www.imdb.com/title/tt0101991/ মুভি ডাউনলোড লিঙ্কঃ Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.