আমাদের কথা খুঁজে নিন

   

রুহানিকে ওবামার ফোন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ৩০ বছরের বেশি সময় পর দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের এ দুই নেতা সরাসরি কথা বললেন। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে দু'দেশের নেতারা কোনো আলোচনায় বসেননি। সেদিক দিয়ে ওবামা-রুহানি ফোনালাপকে ঐতিহাসিক ও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি ইঙ্গিত বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।

রুহানির সঙ্গে ফোনালাপের পরপরই ওবামা হোয়াইট হাউজে বলেন,‘এইমাত্র আমি ইরানের প্রেসিডেন্ট রুহানির সঙ্গে ফোনে কথা বললাম।

আমরা দু'জন তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি চুক্তি স্বাক্ষরের বিষয় নিয়ে আলোচনা করেছি। ’হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, দীর্ঘ ১৫ মিনিট ধরে দুই নেতা বিভিন্ন ইস্যুতে আন্তরিকতার সঙ্গে আলাপ করেন। এসময় ওবামা ইরানে বন্দি থাকা আমেরিকানদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তবে তেহরানের পরমাণু সঙ্কট নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তারা সম্মত হয়েছেন। আলাপ শেষে ওবামা বলেন, পরমানু ইস্যুতে এখনও বেশ কিছু প্রতিবন্ধকতা থাকলেও আমার বিশ্বাস আমরা একটি সমঝোতায় পৌঁছুতে পারবো।

ইরানের সংবাদ মাধ্যম ইরনা জানায়, প্রেসিডেন্ট রুহানি নিউইয়র্ক ত্যাগ করার আগ মুহূর্তে ওবামা তাকে ফোন করেন। জাতিংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি নিউইয়র্ক সফর করছিলেন। এদিকে রুহানি টুইটারে জানান, তিনি ওবামাকে 'হ্যাভ এ নাইস ডে' বলে কুশল জানতে চেয়েছেন। উত্তরে ওবামা বলেছেন, থ্যাঙ্ক ইউ, খোদাহাফেজ।

গত জুন মাসের নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে প্রেসিডেন্ট রুহানি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ণে আগ্রহ প্রকাশ করে আসছেন।

আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে পরমানু কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছাত চান বলে বলে সম্প্রতি তিনি জানিয়েছেন।   

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।