আমাদের কথা খুঁজে নিন

   

মুভি লাভারসদের জন্য কোয়েন ব্রাদারস



যারা মুভি দেখতে ভালোবাসেন তাদের কাছে কোয়েন ব্রাদারসের নাম অপরিচিত হওয়ার কথা নয় । কোয়েন ব্রাদারস -ইথান কোয়েন ও জোয়েল কোয়েন অল্প কয়েকজন পরিচালকদের মধ্যে অন্যতম যার সিনেমাটোগ্রাফী থেকে আরম্ভ করে মিউজিক সংযোজন পর্যন্ত মৌলিক । মার্কিন এই পরিচালকদ্বয়ের প্রায় সমস্ত মুভির কাজই প্রচলিত ধারার বাইরে । সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গীতে করা । জোয়েল কোয়েন ফিল্ম নিয়ে পড়াশোনা করলেও ইথানের বিষয় ছিলো দর্শন ।

দু 'ভাই একসাথে কাজ করেছেন প্রায় সব চলচ্চিত্রে । কোয়েন ব্রাদারসের অস্কার নমিনেশন তেরো বার। জিতেছেন চারবার । কানের স্বীকৃতিও আছে ঝুলিতে । তাদের যাত্রা শুরু আশির দশকে ।

নিজস্ব পরিচালনার আগে ক্যামেরার পেছনে কাজ করেছেন ইভিল ডেড খ্যাত পরিচালক স্যাম রাইমির সাথে । দর্শক এবং ক্রিটিকদের নজর কাড়েন ব্লাড সিম্পল দিয়ে । এরপর আর পেছনে ফিরে তাকাতে হয় নি । মৌলিকত্ব বজায় রেখে একের পর এক ভালো মুভি উপহার দিয়ে গিয়েছেন। অসাধারণ সিনেমাটোগ্রাফী আর স্টোরিলাইন এর কারণে ফারগো এবং নো কান্ট্রি ফর ওল্ড ম্যান বিশ্ব অঙ্গনে সমাদৃত হয় ।

জয় করে নেয় অস্কার । কোয়েন ব্রাদারসের কাজ মূলত ক্রাইম ও কমেডির অদ্ভুত মিশেল । সাথে থাকে মানুষের জীবনের ভাগ্য রহস্য ও দার্শনিকতার ছোঁয়া । যারা বই পড়তে ভালোবাসেন তাদের কাছে কোয়েন ব্রাদারস আরো ভালো লাগবে । আর আলাদা করে বলা যায় হিউমারের কথা।

কোয়েন ব্রাদারস সিনেমায় নতুন ধরনের হিউমারের স্রষ্টা । আধুনিক ওয়ের্ষ্টানেও দেখিয়েছেন মুন্সীয়ানা । ট্রু গ্রিট ওয়ের্ষ্টান লাভারদের মুগ্ধ করবে । গ্যাংস্টার থ্রিলারের মধ্যে রয়েছে মিলারস ক্রসিংস। এএফ আই এর অল টাইম গ্রেট গ্যাংস্টার থ্রিলারদের এটি একটি ।

পিওর কমেডির মধ্যে রয়েছে টম হ্যাঙ্কসের লেডিকিলারস এবং জর্জ ক্লুনির ও ব্রাদার,হোয়ার আর্ট দাউ ও নিকোলাস কেজের রেইজিং আরিজোনা। কান স্বীকৃত বার্টন ফিঙ্ক দিতে পারে সিরিয়াল কিলার নিয়ে দেখা মুভিতে এক নতুন স্বাদ । আর দা ম্যান হু ওয়াজ নট দেয়ার দেখার পড় মনে হতে পারে ভাগ্যের অদ্ভুত খেলা নিয়ে এত অসাধাধারণ মুভি এর আগে কখনোই দেখেননি । ডিসেম্বেরে আসছে কোয়েন ব্রাদারসের নতুন মুভি । অপেক্ষা করছি আগ্রহে।

এ মুভিটি রিলিজের আগেই কানের একটি পুরস্কার জিতে নিয়েছে । অনেক কথা বললাম । অনেক কথাই বলা হয়নি। যারা মুভি দেখতে ভালোবাসেন এবং এখনো কোয়েন ব্রাদারসের কাজ দেখেননি তাদের জন্য বলছি । একবার ট্রাই করে দেখতে পারেন ।

নিরাশ হবেন না ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.