আমাদের কথা খুঁজে নিন

   

নর্দার্ন জুটের লেনদেন বন্ধ করেছে ডিএসই

নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ করে দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ রোববার লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ‘নর্দার্ন জুটের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধির কারণে দিনের বাকি সময়ের জন্য প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন বন্ধ করা হলো।’
ডিএসই সূত্রে জানা যায়, আজ লেনদেনের শুরুতেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৩.১০ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে যায়। এদিকে সাম্প্রতিক সময়ে এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি পায়। ১২ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ১৬.১০ টাকা। আজ সর্বশেষ দাম দাঁড়িয়েছে ৩৪.২০ টাকায়। সাম্প্রতিক দাম বাড়ার এই বিষয়টি ডিএসইর নজরে আসায় আজ লেনদেন বন্ধ করে দেওয়া হয়।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।